প্রায় এক বছরের অপেক্ষার অবসান হচ্ছে। ৩১ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। যদিও টুর্নামেন্ট শুরুর আগেই করোনা আক্রান্ত হন সাত ক্রিকেটার। তবে সব অনিশ্চয়তা দূরে ঠেলে প্রকাশ পেয়েছে এই টুর্নামেন্টের প্রথম পাঁচ রাউন্ডের সূচি। 

এবারের ডিপিএলের উদ্বোধনী ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রতিদিনই তিন ভেন্যু মিরপুরের শের-ই-বাংলায় এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে গড়াবে ছয় ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯ টায়, আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

এবারের ডিপিএলে অংশ নেওয়া দলগুলো হলো- আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

বিসিবির খরচে পুরো টুর্নামেন্টটিই হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের ভেতরে। রাজধানীর চারটি ভিন্ন পাঁচ তারকা হোটেলে রাখা হবে ক্রিকেটারদের। দুইটি করোনা পরীক্ষা করিয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকানো হবে তাদের। বৃহস্পতিবার প্রথম দফার পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন সাত ক্রিকেটার ও দুই কর্মকর্তা।

ডিপিএলের প্রথম তিন রাউন্ডের সূচি-

প্রথম রাউন্ড

৩১ মে, ২০২১

সকাল ৯টায়

ম্যাচ ১: আবাহনী-পারটেক্স, মিরপুর।

ম্যাচ ২:  রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৩।
 
ম্যাচ ৩: ব্রাদার্স-দোলেশ্বর, বিকেএপি-৪।

দুপুর ১টা ৩০ মিনিটে

ম্যাচ ৪: শেখ জামাল-খেলাঘর, মিরপুর।

ম্যাচ ৫: প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ, বিকেএসপি-৩।

ম্যাচ ৬: মোহামেডান-শাইনপুকুর, বিকেএসপি-৪।

দ্বিতীয় রাউন্ড

১ জুন, ২০২১

সকাল ৯টায়

ম্যাচ ১: আবাহনী-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৪।

ম্যাচ ২: রূপগঞ্জ-ব্রাদার্স, বিকেএসপি-৩।

ম্যাচ ৩: দোলেশ্বর-খেলাঘর, মিরপুর।

দুপুর ১টা ৩০ মিনিট

ম্যাচ ৪: শেখ জামাল-গাজী গ্রুপ, মিরপুর।

ম্যাচ ৫: প্রাইম ব্যাংক-শাইনপুকুর, বিকেএসপি-৪।

ম্যাচ ৬: মোহামেডান-পারটেক্স, বিকেএসপি-৩।

তৃতীয় রাউন্ড

৩ জুন, ২০২১

সকাল ৯টায়

ম্যাচ ১: রুপগঞ্জ-খেলাঘর, বিকেএসপি-৪।

ম্যাচ ২: দোলেশ্বর-গাজী গ্রুপ, বিকেএসপি-৩।

ম্যাচ ৩: মোহামেডান-প্রাইম ব্যাংক, মিরপুর।

দুপুর ১টা ৩০ মিনিট

ম্যাচ ৪: আবাহনী-ব্রাদার্স, মিরপুর।

ম্যাচ ৫: শেখ জামাল-শাইনপুকুর, বিকেএসপি-৩।

ম্যাচ ৬:  ওল্ড ডিওএইচএস-পারটেক্স, বিকেএসপি-৪।

এমএইচ