দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সবগুলো ম্যাচ স্থগিত করা হয়। সকালের দিকে টানা বৃষ্টির পর আবহাওয়া কিছুটা ভালো হলেও ঝুঁকি নিতে চাইছে না আয়োজক সিসিডিএম। আজ মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের যে ৬টি ম্যাচ স্থগিত করা হয়েছে, সেগুলো মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার (৩ জুন)। এক রাউন্ড করে পিছিয়ে যাচ্ছে ডিপিএল।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন ঢাকা পোস্টকে জানান, বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি। অর্থাৎ প্রতি রাউন্ডের খেলা পিছিয়ে যাবে। আগামী ৩ জুন তৃতীয় রাউন্ডের সূচি থাকলেও সেদিন হবে স্থগিত হওয়া দ্বিতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ড পিছিয়ে মাঠে গড়াবে চতুর্থ রাউন্ডের সূচিতে।

আলী হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। অর্থ্যাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।’

আপাতত টুর্নামেন্টের প্রথম পর্বের ৫ রাউন্ডের সূচি দিয়েছিল সিসিডিএম। যেহেতু মঙ্গলবার একটি রাউন্ডের খেলা স্থগিত হয়ে যায়, এজন্য পঞ্চম রাউন্ডও পিছিয়ে যাচ্ছে। পরের পর্বের সঙ্গে এই রাউন্ডের সূচি ঘোষণা করবে আয়োজন সংস্থা।

আজ দ্বিতীয় রাউন্ডে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় মুখোমুখি হওয়া কথা ছিল খেলাঘর সমাজকল্যাণ সমিতি ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। পাশাপাশি বিকেএসপির দুই মাঠে আজ দিনের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল আবাহনী লিমিটেড-ওল্ড ডিওএইচএস এবং ব্রাদার্স ইউনিয়ন-লেজেন্ডস অব রূপগঞ্জের।

দিনের দ্বিতীয় সূচিতে মিরপুরে দুপুর ১টায় ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ ধানমন্ডি লিমিটেডের মধ্যকার ম্যাচের সূচি। বিকেএসপি লড়াইয়ের কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাবের এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাবের।

টিআইএস/এটি