ডিপিএলে হারের বৃত্তে খেলাঘর
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ২০ ওভারে ১৪৯/৬ (ইমরান ৪০, সাইফ ২৮, মার্শাল ২১, শরিফউল্লাহ ১৫*; খালেদ ৩০-২, ইফরান ৩৪-১, মাসুম ৩২-২, মিরাজ ৯-১)।
বিজ্ঞাপন
খেলাঘর: ২০ ওভারে ১৩০ (ফরহাদ হোসেন ৩৩, রিশাদ ৩৭; ফরহাদ রেজা ২৯-১, শরিফউল্লাহ ৭-১, কামরুল ৩৩-২, রেজাউর ২২-২, এনামুল জুনিয়র ২২-২, তাইবুর ১২-১)।
ফল: প্রাইম দোলেশ্বর ১৯ রানে জয়ী।
বিজ্ঞাপন
ম্যাচসেরা: ইমরান উজ্জামান
ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও হারের কবলে পড়েছে খেলাঘর। প্রাইম দোলেশ্বরের কাছে ১৯ রানে হেরেছে দলটি।
প্রথমে ব্যাট করা প্রাইম দোলেশ্বর ইমরানের কল্যাণে দারুণ শুরু পায়। ইমরান ইনিংসের ষষ্ঠ ওভারে আউট হয়ে গেলেও তার ঝোড়ো ১৭ বলে ৪০ রানের ইনিংসে বড় স্কোরের ভিত পেয়ে যায় দলটি। তবে তার বিদায়ের পরই যেন রানের চাকায় লাগাম পড়ে দোলেশ্বরের ইনিংসে। ফজলে মাহমুদ আউট হন ২২ বলে ১৪ রান করে। এরপর সাইফ হাসান করেন ৩৩ বলে ২৮, আর মার্শাল আইয়ুব ২২ বলে ২১ রান তোলেন। তবে শেষদিকে শামিম পাটোয়ারির ১২ বলে ১৬ আর শরিফউল্লাহর ৯ বলে ১৫ রানের ইনিংসে দেড়শ ছোঁয়া পুঁজি পায় প্রথমে ব্যাট করা দোলেশ্বর।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় খেলাঘর, দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও সাদিকুর রহমান বিদায় নেন ২ ওভার না যেতেই। তিনে নামা অধিনায়ক জহুরুল ইসলামও শিকার হন শামীমের দারুণ এক থ্রোয়ের।
এরপর সময় যত গড়িয়েছে, খেলাঘরের ইনিংসের গতিও যেন কমেছে পাল্লা দিয়ে। ফরহাদ হোসেনের ধীরগতির ৩৫ বলে ৩৩ রানের ইনিংস উইকেট হারানো থামিয়েছে বটে, কিন্তু রান তারার আশায় রীতিমতো পানিই ঢেলে দিয়েছে। সঙ্গী সালমান হোসেনের ব্যাট তো ছিল আরও শ্লথগতির, ২৭ বলে ১৪ রান করে ফিরেছেন তিনি। আর মিরাজ আউট হন ১০ বলে ১২ রান করে। এরপর রিশাদের ১৯ বলে ৩৭ রানের ক্যামিও কিছুটা রঙ এনে দেয় খেলাঘর ইনিংসকে। তবে জয়ের দেখা অবশ্য পাইয়ে দিতে পারেনি, হেরেছে ১৯ রানে।
ফলে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগির পর অবশেষে পয়েন্ট অর্জনে সক্ষম হয় দোলেশ্বর, আর খেলাঘর হারল নিজেদের দ্বিতীয় ম্যাচে।
এনইউ/এটি