কনওয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুুরিতে কিউইদের ৩৭৮
মার্ক উড শট বল করলেন ডেভিন কনওয়েকে। তখনো তার ডাবল সেঞ্চুরি করতে প্রয়োজন ৬ রানের। কনওয়ে উডের বলকে সীমানা ছাড়া করলেন উড়িয়ে। গড়ে ফেললেন ইতিহাস। প্রথম ওপেনার ব্যাটসম্যান হিসেবে প্রতিপক্ষের মাঠে নিজের অভিষেকে করে ফেললেন সেঞ্চুরি। তাও কি না লর্ডসে।
অভিষেকে সেঞ্চুরি করে আগেই নিজেকে জানান দিয়েছিলেন এই কিউই ওপেনার। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনেও এক প্রান্তে যখন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল তখন কনওয়ে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হওয়ার সময় তার ছিল ঠিক ২০০।
বিজ্ঞাপন
কনওয়ের ডাবল সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ডও। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তারা করেছে ২৭৮ রান। ৩ উইকেটে ২৪৬ রান নিয়ে দিন শুরু করেছিল সফরকারীরা। দিনের শুরুর দিকেই ১৭৫ বলে ৬১ রান করে হেনরি নিকলস আউট হন উডের বলে।
এরপর শুরু হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। ১১ নম্বরে ব্যাট করতে নামা নেইল ওয়েগনার ছাড়া আর কেউই করতে পারেননি দুই অঙ্কের ব্যক্তিগত সংগ্রহ। এক পর্যায়ে শঙ্কা জেগেছিল বাকিরা সবাই আউট হয়ে যাওয়ায় কনওয়ে ডাবল সেঞ্চুরি মিস করেন কি না।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত ওয়েগনারের ২১ বলে ২৫ রানের ইনিংসের সঙ্গে তাল মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন কনওয়ে। ইংল্যান্ডের পক্ষে ২৮ ওভারে ৭৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন উলি রবসন। মার্ক উড উইকেট নিয়েছেন তিনটি।
এমএইচ