ফাইল ছবি

দীর্ঘ তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পেসার তাসকিন আহমেদের সামনে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে, সে পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে হবে আবারও। তবে তার আগে আক্ষরিক অর্থেই আগুনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি! আন্তর্জাতিক সিরিজের সপ্তাহখানেক আগেই এমন কাণ্ড স্বাভাবিকভাবেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শেষবার তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটের জার্সি গায়ে চড়িয়েছিলেন সেই ২০১৮ সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টি-টোয়েন্টির পর থেকে চোট আর ছন্দহীনতা বারবার পথ আগলে দাঁড়িয়েছে তার। অবশেষে সে অপেক্ষা শেষ হচ্ছে আসন্ন উইন্ডিজ সিরিজে। 

নিজেকে নতুন করে প্রমাণ করতে তাসকিন লড়েও যাচ্ছেন প্রতিনিয়ত। জিম-অনুশীলনে ঘাম ঝরিয়ে নিচ্ছেন ক্যারিবীয় পরীক্ষার প্রস্তুতি। 

কিন্তু তাই বলে আগুনে হাঁটা! মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা যায়, বল হাতে নিয়ে জ্বলন্ত কয়লার পথে হেঁটে যাচ্ছেন তিনি! 

এমন কাণ্ডে স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে আলোচনার ঝড়। উইন্ডিজ সিরিজের আগে এমন কাজ করে যদি বিপত্তি বাঁধাতেন আবারও, এমন প্রশ্নও ধেয়ে আসছে বেশ।

তবে সে প্রশ্ন আগ থেকেই আঁচ করতে পেরেছিলেন বাংলাদেশী এই পেসার। জানালেন, এ কাণ্ডে লাভ আখেরে তার পারফর্ম্যান্সেরই হবে! ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘এটা খুবই শক্তিশালী একটা মাইন্ড সেশন ছিলো, যা আমার আত্মবিশ্বাস ও পারফর্ম্যান্স ভালো করতে সহায়তা করবে।’

তাসকিন ইঙ্গিত দিলেন একে পরের ধাপে নিয়ে যাওয়ারও। বললেন, ‘তবে এখানেই শেষ নয়। মানসিক উন্নতির জন্যে আমি পরের ধাপে যেতে প্রস্তুত আছি। আমাকে যেতে হবে আরও বহুদূরে।’

মানসিক শক্তি বাড়ানোর জন্যে তাসকিন বেশ কিছুদিন ধরেই ট্রেইনারের সহায়তা নিচ্ছেন। তারই একটি প্রক্রিয়া ছিল এটি।

এনইউ