বিশ্বজয়ী কোচের জন্য অপেক্ষা বাড়ল সালামাদের
বাংলাদেশ নারী দলের ক্রিকেট দল। ফাইল ছবি
বিশ্বকাপজয়ী কোচ পাবেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এই অপেক্ষাটা অনেকদিনের। তবে সেটা যেন সময়ের সঙ্গে বাড়ছেই। করোনার ধাক্কা সামলে ইতোমধ্যেই ছেলেদের ক্রিকেটে দুইটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন হয়েছে। সামনেই আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরবে তারা।
খুব একটা পিছিয়ে নেই নারীরাও। সিলেটে শুরু হচ্ছে তাদের ক্যাম্প। যার জন্য ইতোমধ্যে করা হয়েছে করোনা পরীক্ষাও। সবাই নেগেটিভ হয়েছেন। সিলেটে অনুষ্ঠিতব্য ক্যাম্পের শুরুর থেকে দায়িত্ব নিচ্ছেন না নতুন কোচ। চলতি মাসের শেষদিকে ক্যাম্পে যোগ দেবেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল ইসলাম নাদেল। আলোচনায় থাকা রবিনসন আসার আগ পর্যন্ত নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও গেম ডেভেলপমেন্টের কয়েকজন কোচ ক্যাম্প চালাবেন বলে জানান তিনি।
নাদেল বলেন, ‘জানুয়ারির শেষভাগে হয়তো আমাদের যে কোচের সাথে কথা হয়েছে, সে কথা চূড়ান্ত হলে এই ক্যাম্প চলাকালীন সময় এসেই মেয়েদের দায়িত্ব নেবেন। আপাতত মঞ্জুরুল ইসলাম আছে, সে আমাদের সাবেক খেলোয়াড় ও বর্তমানে নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন। গেম ডেভেলপমেন্ট বিভাগ থেকে কয়েকজন যোগ দিয়েছেন তাদের অধীনে ক্যাম্পটি পরিচালিত হবে।’
বিজ্ঞাপন
কোচের বিষয়টি বারবার বিলম্বিত হওয়া নিয়ে নাদেল বলেন, ‘কোচ আগামী মাসে আসবেন, ১৫ দিন পরে আসবেন এই কথাগুলো আমাদের অনেকবার বলতে হয়েছে। আমরা এমন কাউকে খুঁজছিলাম যার অধীনে আমাদের মেয়েরা অন্তত আগামী ২ বছর প্রশিক্ষণ নিতে পারবে। এখন আমরা যার সাথে কথা বলেছি তিনি বিশ্বের একজন প্রথম শ্রেণির কোচ। ইংল্যান্ডের মত দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’
ভবিষ্যতে নারী দলের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। জুনে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনার কথা জানান নারী বিভাগের চেয়ারম্যান। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে আছেন বলেও শঙ্কা প্রকাশ করেন নাদেল।
তিনি বলেন, ‘সামনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল আসবে। জুন মাসে একটা ত্রিদেশীয় সিরিজ করার পরিকল্পনা রয়েছে। সবকিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। এক বছর খেলাধুলার বাইরে থাকায় আমাদের মেয়েরা শারীরিক ও মানসিকভাবেও পিছিয়ে পড়েছে।’
২০১৫ সালে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন রবিনসন। তার অধীনেই ২০১৭ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে ইংল্যান্ড নারী দল চতুর্থ বিশ্বকাপের শিরোপা জয় করে। গেল বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংলিশদের কোচের দায়িত্বে ছিলেন তিনি।
এমএইচ