২০ বছরের ছোট নায়িকার প্রেমে পড়েছেন ভারতীয় কোচ
ক্রিকেট ও বলিউডের মধ্যেকার প্রেম কিংবা বিয়ে নতুন কিছু নয়। নতুন করে ওই পালে হাওয়া লেগেছে ভারতীয় কোচ রবি শাস্ত্রী ও নিমরত কৌরের মধ্যেকার প্রেমের গুঞ্জনে। কয়েক দিন ধরে শোনা যাচ্ছে, বলিউডের এই নায়িকার সঙ্গে নাকি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন রবি শাস্ত্রী।
মাস খানেক আগে মুম্বাইয়ের এক সাংবাদিক ভারতীয় দলের কোচকে নিমরতের প্রসঙ্গ তুলে প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন করেন। প্রশ্ন শুনে রেগে যান শাস্ত্রী। এমনকি উত্তর দিতেও অস্বীকার করেন। তবে জানা গেছে, সম্পর্ককে অস্বীকারও করেননি তিনি।
বিজ্ঞাপন
২০১৫ সালে একটি জার্মান গাড়ি প্রস্তুতকারক সংস্থার ইভেন্টে প্রথম আলাপ হয় নিমরত কৌর এবং রবি শাস্ত্রীর। এরপর বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। তবে একফ্রেমে খুব একটা বন্দি করা যায়নি।
গত বছর খবর বের হয়েছিল, বয়সে ২০ বছরের ছোট নিমরতকে মন দিয়ে ফেলেছেন ভারতীয় দলের বছর ৫৯ বছর বয়সী কোচ। যদিও এবিষয় দুজনকে সরাসরি প্রশ্ন করা হলেও কোনো উত্তর মেলেনি।
বিজ্ঞাপন
এমএইচ