তামিমের নির্বাচন করা নিয়ে যা জানা গেল
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। গতকাল (শনিবার) বিকেলে মিরপুরে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে শেষে নির্বাচনের তারিখ নিশ্চিত করেছেন অ্যাডহক কমিটির আহবায়ক সেলিম শাহেদ।
আসন্ন কোয়াবের এই নির্বাচন ঘিরে আলোচনায় এসেছে তামিম ইকবালের নাম। বিশেষ করে তার সভাপতি প্রার্থী হওয়ার আলোচনাটা বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। যদিও তামিমের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেননি তার সতীর্থ মোহাম্মদ মিঠুন।
বিজ্ঞাপন
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিঠুন বলেন, ‘আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। আমাদের ক্রিকেটারদের স্বার্থে যে কাজ করবে তাকেই আমরা নেতা হিসাবে মনোনয়ন দেব। দেখেন অনেকে ব্যক্তি স্বার্থে, অনেকে সবাইকে নিয়ে কাজ করে। লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে কাজ করবে। এই রকম ব্যক্তি আমরা খুঁজছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘যিনি আমাদের সবার কথা চিন্তা করবেন। শুধু প্রিমিয়ার, প্রথম শ্রেণির লিগ না, জেলা লিগ নিয়েও ভাববেন। জেলা লিগ যে হচ্ছে না এসবে নজর দেবেন। প্রতিটি জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবের দায় আছে। জেলায় যদি কোয়াবের একটা শক্ত ইউনিট থাকত সে কিন্তু জেলা কমিশনার, জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে পারত। খেলার চালুর ব্যাপারে উদ্যোগী হতো।’- যোগ করেন মিঠুন।
এসএইচ/এএল