এবারের লিগে প্রথম সেঞ্চুরি মিজানুরের
সেঞ্চুরির পর মিজানুর/ওয়ালটন
তাকে নিয়ে আলোচনা অনেকদিন ধরেই। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলেও কখনোই জাতীয় দলে সুযোগ পাননি মিজানুর রহমান। ২০১৮ সালে জিম্বাবুয়ে সিরিজে তার ডাক পাওয়া অনেকটা চূড়ান্ত ছিল। তবে শেষমুহূর্তে এসে আশাহত হতে হয় এই টপ অর্ডার ব্যাটসম্যানকে। তবুও হাল ছাড়েননি মিজানুর। দায়িত্ব নিয়ে সামলেছেন নিজের কাজটা। নিয়মিত রান করে যাচ্ছেন তিনি।
চলমান ঢাকা প্রিমিয়াম ডিভিশন টি-টোয়েন্টি লিগেও রানের ফোয়ারা ছুটছে মিজানুরের ব্যাটে। চলতি আসরে জাতীয় দলের তারকা সব ক্রিকেটাররা খেললেও আলোচনার বাইরে থেকে ধারাবাহিক ব্যাটিং প্রদর্শনী করে চলেছেন মিজানুর। তার ব্যাট থেকেই এলো এবারের আসরের প্রথম সেঞ্চুরি।
বিজ্ঞাপন
লিগ পর্বের শেষ রাউন্ডে বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছে শেখ ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ব্রাদার্সের অধিনায়ক মিজানুর। মাত্র ৬৫ বলেই শতক তুলে নেন তিনি।
ইনিংসের ১৭তম ওভারে শেখ জামালের বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিলকে ডিপ এক্সট্রা কাভারে ঠেলে দিয়ে ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মিজানুর। নবম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতক হাঁকানোর নজির গড়লেন মিজানুর। তার তিন অঙ্কের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ৩ ছক্কার মারে। মিজানুরের শতকের পর অবশ্য বৃষ্টির কারণে বন্ধ আছে খেলা।
বিজ্ঞাপন
আজ শতক হাকানোর আগে ১০ ম্যাচে ৯ ইনিংস ব্যাট করে ৩টি ফিফটি করেছেন মিজানুর। ৩৪টি টি-টোয়েন্টি খেলা মিজানুরের আগের সর্বোচ্চ ৭৯ রানের ইনিংসটি এসেছে এবারের ডিপিএল আসর থেকেই।
টিআইএস
টিআইএস/এনইউ/এটি