এবার বেশ ঠাসা সূচি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এক মাসেরও কম সময়ে শেষ করা হচ্ছে গোটা টুর্নামেন্ট। ৩১ মে শুরু হওয়া ডিপিএল ২০১৯-২০ আসর শেষ হবে আগামী ২৫ জুন। এরই মধ্যে শেষ হয়েছে ১১ রাউন্ডের প্রথম পর্বের খেলা। যেখান থেকে ৬টি দল সুপার লিগ নিশ্চিত করেছে। রেলিগেশন এড়াতে লড়বে ৩ দল।

এবার সুপার লিগে প্রতিদিন ৩টি করে ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সুপার লিগের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টস। তিন দলের রেলিগেশন লিগের তিনটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে। এক বিজ্ঞপ্তির মাধ্যম টুর্নামেন্টের বাকি পর্বের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সুপার লিগের ছয় দল:
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এক নজরে সুপার লিগের সূচি:

তারিখ দল সময়
১৯ জুন ২০২১ প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ সকাল ৯টা
১৯ জুন ২০২১ প্রাইম ব্যাংক বনাম শেখ জামাল দুপুর ২টা
১৯ জুন ২০২১ আবাহনী বনাম মোহামেডান সন্ধ্যা সাড়ে ৬টা
২০ জুন ২০২১ প্রাইম দোলেশ্বর বনাম শেখ জামাল সকাল ৯টা
২০ জুন ২০২১ আবাহনী বনাম গাজী গ্রুপ  দুপুর ২টা
২০ জুন ২০২১ প্রাইম ব্যাংক বনাম মোহামেডান সন্ধ্যা সাড়ে ৬টা
২২ জুন ২০২১ মোহামেডান বনাম শেখ জামাল সকাল ৯টা
২২ জুন ২০২১ প্রাইম ব্যাংক বনাম গাজী গ্রুপ দুপুর ২টা
২২ জুন ২০২১ আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর সন্ধ্যা সাড়ে ৬টা
২৩ জুন ২০২১ গাজী গ্রুপ বনাম মোহামেডান সকাল ৯টা
২৩ জুন ২০২১ আবাহনী বনাম শেখ জামাল দুপুর ২টা
২৩ জুন ২০২১ প্রাইম ব্যাংক বনাম প্রাইম দোলেশ্বর সন্ধ্যা সাড়ে ৬টা
২৫ জুন ২০২১ প্রাইম ব্যাংক বনাম আবাহনী সকাল ৯টা
২৫ জুন ২০২১ প্রাইম দোলেশ্বর বনাম মোহামেডান দুপুর ২টা
২৫ জুন ২০২১ গাজী গ্রুপ বনাম শেখ জামাল সন্ধ্যা সাড়ে ৬টা
রেলিগেশন লিগের তিন দল:
লিজেন্ড অব রূপগঞ্জ, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।

এক নজরে রেলিগেশন লিগের সূচি:

তারিখ দল সময়
১৯ জুন ২০২১ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম পারটেক্স সকাল ১০টা
২০ জুন ২০২১ ওল্ড ডিওএইচএস বনাম পারটেক্স সকাল ১০টা
২১ জুন ২০২১ ওল্ড ডিওএইচএস বনাম লিজেন্ডস অব রূপগঞ্জ সকাল ১০টা

টিআইএস/এনইউ