ওয়ানডেকে বিদায় বললেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান
আয়ারল্যান্ড ক্রিকেট দলের দুই ভাইয়ের কথা মনে আছে? নেইল ও ব্রায়েন ও কেভিন ও ব্রায়েন। বড় ভাই নেইল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অনেক আগেই। যুক্ত আছেন ধারাভাষ্যের সঙ্গে। এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ছোট ভাই কেভিন।
এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৮ জুন) তার অবসরের কথা জানায় ক্রিকেট আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেটি এখনো বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হয়ে আছে। ওয়ানডেকে বিদায় বললেও দেশের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন এই অলরাউন্ডার।
বিজ্ঞাপন
নিজের অবসরের কথা জানিয়ে কেভিন লিখেছেন, ‘১৫ বছর আয়ারল্যান্ডের হয়ে খেলার পর আমার মনে হচ্ছে এটাই সঠিক সময় ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর। দেশকে ১৫৩ ম্যাচে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক সম্মানের। আমি এখান থেকে যে স্মৃতি কুড়িয়েছি, সেটা সারাজীবন থাকবে।’
‘ওয়ানডে থেকে অবসর নেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। তবে আমার মনে হয়েছে, ওয়ানডে দলে আমি আগের মতো ভূমিকা রাখতে পারছি না। ওয়ানডে খেলার জন্য আগের মত তাড়নাও নেই। ২০০৬ থেকে তিনটি বিশ্বকাপসহ অনেক সুন্দর স্মৃতি জমা হয়েছে দলের সাথে। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সবটুকু উজার করে দিতে চাই। সেই সাথে, তিনটি টেস্ট খেলেছি এখনও, এই সংখ্যাটা আরও বাড়াতে চাই।’
বিজ্ঞাপন
আইরিশদের হয়ে সবচেয়ে বেশি ১৫৩টি ওয়ানডে খেলার রেকর্ডটা আছে কেভিনের দখলে। ওয়ানডেতে ৩৬১৯ মালিক তিনি। দেশের হয়ে বল হাতে সবচেয়ে বেশি ১১৪টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
এমএইচ