পাঁচ বছর পর ফিরে কেমন করলেন সাকিব?
আন্তর্জাতিক ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় ঘরোয়া ক্রিকেটের কথা রীতিমতো ভুলেই গিয়েছিলেন সাকিব আল হাসান। ২০১৬ সালে শেষবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। ৫ বছর পর আবার এই টুর্নামেন্ট খেলতে নামেন সাকিব। এই দীর্ঘ সময় পর ফিরে কেমন করলেন তিনি?
ডিপিএল শুরু হওয়ার আগে ফিরে তাকানো যাক। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর ১ বছরের জন্য ক্রিকেটের বাইরে ছিলেন সাকিব। তার নিষেধাজ্ঞার আমলেই ডিপিএল ২০১৯-২০ মৌসুমের দলবদল হয়। সেখানে সাকিবের সুযোগ মেলারও কথা না! তবে করোনাভাইরাসের প্রকোপ শুরু হলে গতবছর এই টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়। প্রায় ১৪ মাস পর মাঠে গড়ায় চলতি বছরের ৩১ মে।
বিজ্ঞাপন
এবারের ডিপিএলেও খেলার কথা ছিল না সাকিবের। করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসেন তিনি। ছিলেন ১২ দিনের হোটেল কোয়ারেন্টাইনে। এরপর পাকিস্তান সুপার লিগ খেলতে যাওয়ার কথা ছিল এই দেশসেরা তারকার। তবে শেষমুহূর্তে এসে সিদ্ধান্ত বদলান, পিএসএল বাদ দিয়ে ডিপিএল খেলার সিদ্ধান্ত নেন। নাম লেখান টুর্নামেন্টটির দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
সাকিব সবশেষ ডিপিএল খেলেছেন ২০১৬ মৌসুমে। ওই আসরে আবাহনীর হয়ে। ৫ বছর পর ঘরোয়া এই আসরে তার ফেরা বাড়তি উন্মাদনা তৈরি করে। তবে মাঠের ক্রিকেটে তার ছাপ ছিল সামান্যই। সাকিব আলোচনায় আসেন অক্রিকেটীয় উদ্ধৃত আচরণের কারণে।
বিজ্ঞাপন
মোহামেডানের হয়ে প্রথম সাত রাউন্ডে অধিনায়কত্ব করেন সাকিব। সেখানে ব্যাট হাতে তার পারফরম্যান্স একেবারে মলিন। ৭ ম্যাচের দুটোতে তো রানের খাতাই খুলতে পারেননি। ফিফটি নেই একটিও। সর্বোচ্চ ৩৭ রানে ৭ ইনিংসে করেন ১১০ রান। তবে বল হাতে যা একটু আলো ছড়িয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। ২ ম্যাচে উইকেট শূন্য থাকলেও ৭ ইনিংসে তার উইকেট সংখ্যা ৮টি।
সপ্তম রাউন্ডের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি হয় মোহামেডান। এই ম্যাচেই অঘটন ঘটান সাকিব। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে স্টাম্পে লাথি মারেন এবং পরে স্টাম্প উপড়ে ফেলেন। ড্রেসিংরুমে ফেরার পথে বাগবিতণ্ডায় জড়ান আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। এর ফল হিসেবে ৫ লাখ টাকা জরিমানা এবং ৩ ম্যাচ নিষিদ্ধ হন সাকিব। এজন্য মোহামেডানের হয়ে পরের ৩ ম্যাচ খেলতে পারেননি।
লিগ পর্বের শেষ ম্যাচের আগে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন, মাঠে নামেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। তবে এ ম্যাচেও সাকিব সুলভ ছিল না তার পারফরম্যান্স। ব্যাট হাতে করেন মাত্র ১০ রান। ৩ ওভার হাত ঘুরিয়ে ২৪ দিয়ে মোটে ১ উইকেট পান। এখানেই শেষ সাকিবের এবারের ডিপিএল মিশন। তার দল মোহামেডান সুপার লিগে উঠলেও ছুটিতে যুক্তরাষ্ট্র যাওয়ায় খেলবেন না সাকিব।
টিআইএস/এমএইচ/জেএস