কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছে আর্জেন্টিনা। শুরুতে লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও পরে ড্র করে তারা। ‍টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের খোঁজে শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে একাধিক পরিবর্তেনের আভাস মিলেছে। 

আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, এই ম্যাচের একাদশে ফিরতে পারেন ইন্টার মিলান ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। চোটের কারণে আগের ম্যাচের একাদশে ছিলেন না তিনি। লুকাস মার্টিনেজ কোয়ারতাকে বাদ দিয়ে তাকে খেলাতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। 

এছাড়া ইনজুরির কারণে এই ম্যাচে দেখা যাবে না মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে। পাঁজরের ব্যথায় ভোগা পারেদেসের জায়গায় একাদশে থাকবেন গুইদো রদ্রিগেজ। এছাড়া রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকোর জায়গা দেখা যেতে পারে মার্কোস আকুনাকে।

আক্রমণভাগেও আসতে পারে পরিবর্তন। চিলির বিপক্ষে সহজ সুযোগ মিস করা নিকোলাস গঞ্জালেস বাদ পড়তে পারেন একাদশ থেকে। তার জায়গায় দলে ফিরতেন পারেন অভিজ্ঞ ডি মারিয়া অথবা সদ্য বার্সায় যোগ দেওয়া আগুয়েরো।

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: 
এমিলিয়ানো মার্টিনেজ, 
গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/নিকোলাস তালিয়াফিকো, 
রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, 
লিওলেন মেসি, লাউতারো মার্টিনেজ ও আনহেল ডি মারিয়া।

এমএইচ