মাঠেই গড়ালো না ফাইনালের প্রথম দিন
পুরো ক্রিকেট বিশ্বের আগ্রহ তুঙ্গে। পৃথিবীর সেরা দুই টেস্ট খেলুড়ে দেশের লড়াই দেখার অপেক্ষায় সবাই। কিন্তু তাতেই কি না বাধা হয়ে দাঁড়ালো বেরসিক বৃষ্টি। তাও একটু-আধটু না। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালের প্রথম দিনটাই ভাসিয়ে নিয়ে গেল। এমনকি হলো না টসও।
ইংল্যান্ডের সাউদাম্পটনে শুক্রবার শুরু হওয়ার কথা ছিল ভারত-নিউজিল্যান্ড ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও বৃষ্টির কথা বিবেচনায় রেখে আগেই একটি রিজার্ভ ডে রেখেছিল আইসিসি।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় তিনটায় হওয়ার কথা ছিল টস। কিন্তু বৃষ্টির কারণে সেটা পিছিয়ে যায়। ড্রেসিং রুমে অপেক্ষা বাড়ে ক্রিকেটারদের। কিন্তু বৃষ্টি আর থামে না। উইকেট থেকে সরে না কাভারও। শেষ পর্যন্ত খেলা পরিত্যক্তই ঘোষণা করা হয়।
ইংল্যান্ডে এই সময়ে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক বিষয়। যদিও স্বস্তির বিষয়। এটি মাথায় রেখেই আইসিসি আগে নিয়ম করে দিয়েছিল, প্রথম দিন কোনও কারণে পরিত্যক্ত হলে ষষ্ঠ দিন পর্যন্ত গড়াবে ম্যাচ। টস না হলেও ম্যাচের আগের দিনই অবশ্য একাদশ ঘোষণা করেছিল ভারত।
বিজ্ঞাপন
ভারতের একাদশ
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।
এমএইচ