রূপগঞ্জের ম্যাচ নিয়ে বাড়তি ব্যবস্থা সিসিডিএমের
নিরপেক্ষ ভেন্যু আর আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারি চেয়ে সিসিডিএম বরাবর চিঠি দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটি রেলিগেশন পর্বের দুই ম্যাচ বিকেএসপি থেকে সরিয়ে মিরপুরে খেলতে চায় তারা। ভেন্যু নিয়ে সমঝোতা না হলেও নিজেদের ম্যাচে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার পাবেন সাব্বির রহমানরা।
রূপগঞ্জের দেওয়া চিঠি আমলে নিয়ে সিসিডিএমের সদস্য সচীব আলী হোসেন বলেন, ‘ম্যাচটি নিয়ে আমরা বাড়তি ব্যবস্থা নিচ্ছি। যতটুক নিরপেক্ষ করা যায় সেই চেষ্টাই থাকবে। সেদিন যেহেতু খেলা নেই, সবচেয়ে ভালো আম্পায়ারই থাকবে ম্যাচ পরিচালনায়।’
বিজ্ঞাপন
আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করলেও ভেন্যু নিয়ে নিশ্চয়তা দিতে পারছে না সিসিডিএম। কারণ এবার ডিপিএলে বেশ ব্যস্ত সূচি। প্রতি ২ দিনে মিরপুরে ৬টি করে ম্যাচ। মাঝে একদিন বিরতি। সেদিন উইকেট পরিচর্যা করা হয়। রূপগঞ্জ চেয়েছিল সুপার লিগে মাঝে ২১ জুন বিরতি থাকায় সেদিন মিরপুরে খেলতে।
এ প্রসঙ্গে আলী হোসেন বলেন, ‘ভেন্যুর ব্যাপারটা আমাদের কথা বলতে হবে। কারণ টানা তিনদিন মিরপুরে তিনটা করে ম্যাচ হবে। এরপর মাঠ প্রস্তুত করতেও তো সময় লাগবে। সেটি কতটুক সম্ভব হবে আমি নিশ্চিত করে বলতে পারছি না।’
বিজ্ঞাপন
এরই মধ্যে রেলিগেশন পর্বের ৩ ম্যাচের সূচি ঘোষণা করেছে সিসিডিএম। যেখানে রূপগঞ্জের সঙ্গে রেলিগেশন খেলবে ওল্ড ডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রত্যেকেই একবার একে অপরের মুখোমুখি হবে। পয়েন্টের হিসেবে এক দল রেলিগেশন এড়াতে পারবে। বাকি দুই দল আগামী বছর প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা হারাবে।
টিআইএস/এমএইচ