বৃষ্টিতে ভেসে গেল মোহামেডান-আবাহনী ম্যাচও
বৃষ্টির বাধার মুখে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ (শনিবার) একটি ম্যাচও শেষ হয়নি। সুপার লিগ ও রেলিগেশন পর্ব মিলে মিরপুর আর বিকেএসপিতে ছিল চারটি ম্যাচ। মিরপুরে দিনের শুরুর ম্যাচটিতে সব মিলিয়ে ৯ বল মাঠে গড়ানোয় পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রাইম দোলেশ্বর আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার খেলাটি।
সিসিডিএম থেকে জানানো হয়েছে বৃষ্টির কারণে আজ শনিবার আর কোনও খেলা মাঠে গড়াবে না। ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। সুবিধামতো সময়ে হবে সুপার লিগের আজকের বাকি দুই ম্যাচ ও রেলিগেশন পর্বের রূপগঞ্জ বনাম পারটেক্সের ম্যাচটি।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার সকালের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি না কমায় শেখ জামাল আর প্রাইম ব্যাংকের দুপুরে যে ম্যাচটি হওয়ার কথা সেটি স্থগিত করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সন্ধ্যায় আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচটিও স্থগিত রাখার।’
স্থগিত হওয়া ম্যাচগুলো কি বডিলি শিফট করা হবে, নাকি বিরতির মাঝে খেলানো হবে? এ প্রসঙ্গে আলী হোসেন বলেন, ‘না এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বডিলি শিফট হবে কিনা। আজ সন্ধ্যায় সিসিডিএমের একটি মিটিং আছে, সেখান্ব সিদ্ধান্ত হবে স্থগিত হওয়া ম্যাচ কবে হবে।’
বিজ্ঞাপন
ঢাকা লিগের বাইলজে বলা আছে, কোন ম্যাচে টস হলেও যদি একটি বলও মাঠে না গড়ায় তাহলে সে ম্যাচটি পরবর্তীতে উপযুক্ত কোনো সময়ে আয়োজন করা যাবে।
সুপার লিগে মিরপুরে আজ দুপুর ২টায় মাঠে নামার কথা ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। দিনের শেষ ম্যাচটি ছিল হাইভোল্টেজ। সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হওয়ার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের। তবে এই দুই ম্যাচ আজ আর মাঠে গড়াচ্ছে না।
টিআইএস/এটি