বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সূচিতে পরিবর্তন এনেছে সিসিডিএম। ২১ তারিখ সুপার লিগ শুরু হওয়ার কথা থাকলেও এদিন কোনও ম্যাচই শেষপর্যন্ত হয়নি। যদিও দিনের প্রথন ম্যাচে সর্বসাকুল্য ৯ বল মাঠে গড়িয়েছিল। তবে বাকি দুই ম্যাচে টসও হয়নি বৃষ্টি বাধায়। তার আগেই অবশ্য এই দুই ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় সিসিডিএম।

এ নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসেছিল তারা। ওই বৈঠক শেষে সুপার লিগের নতুন সূচি ঘোষণা করেছে সিসিডিএম। যেখানে দেখা যায়, বডিলি শিফট হয়েছে লিগের সূচি। অর্থাৎ একদিন পিছিয়ে গেছে সব ম্যাচ। ২১ তারিখের স্থগিত হওয়া ম্যাচগুলো মাঠে গড়াবে ২২ জুন। ২২ জুনের তিন ম্যাচের সূচি পড়েছে ২৩ জুন।

বাইলজে উল্লেখ আছে, কোনও ম্যাচের একটি বল মাঠে গড়ালেই নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। সে ক্ষেত্রে ম্যাচ পণ্ড হলে পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে। দিনের শুরুতে মুখোমুখি হওয়া প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে ১ ওভার ৩ বল হয়েছিল। পরে সে ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়।

কিন্তু নতুন সূচিতে সে ম্যাচটিও যোগ করা হয়েছে। খোদ সিসিডিএম মহাসচিব আলী হোসেন জানিয়েছিলেন, যে ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেটি বাদ দিয়ে স্থগিত হওয়া ম্যাচগুলো সুবিধাজনক সময়ে মাঠে গড়াবে। 

বৈঠক শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম জানালেন, ‘সুপার লিগের ছয় দল নিয়ে আজ আমরা জরুরী বৈঠকে বসেছিলাম। দলগুলি অনুরোধ করেছে এবং প্রতিযোগিতার কথা বিবেচনা করে আমরা রিজার্ভ ডে যোগ করেছি। আমাদের খুব ব্যস্ত সূচি। এছাড়া টিভিতে খেলা দেখানোর ব্যবস্থাও করেছি। আমরা প্রত্যেকটি ম্যাচে ফল দেখতে আগ্রহী।’

এক নজরে সুপার লিগের নতুন সূচি:

১ম রাউন্ড-

২০ জুন ২০২১, প্রাইম দোলেশ্বর বনাম গাজী গ্রুপ, সকাল ৯টা, মিরপুর

২০ জুন ২০২১, প্রাইম ব্যাংক বনাম শেখ জামাল, দুপুর ২টা, মিরপুর

২০ জুন ২০২১, আবাহনী বনাম মোহামেডান, সন্ধ্যা সাড়ে ৬টা, মিরপুর
 
২য় রাউন্ড- 

২১ জুন ২০২১, প্রাইম দোলেশ্বর বনাম শেখ জামাল, সকাল ৯টা, মিরপুর

২১ জুন ২০২১, আবাহনী বনাম গাজী গ্রুপ, দুপুর ২টা, মিরপুর

২১ জুন ২০২১ , প্রাইম ব্যাংক বনাম মোহামেডান , সন্ধ্যা সাড়ে ৬টা, মিরপুর
 
৩য় রাউন্ড-

২৩ জুন ২০২১ , মোহামেডান বনাম শেখ জামাল, সকাল ৯টা, মিরপুর

২৩ জুন ২০২১ , প্রাইম ব্যাংক বনাম গাজী গ্রুপ, দুপুর ২টা, মিরপুর

২৩ জুন ২০২১ , আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর, সন্ধ্যা সাড়ে ৬টা, মিরপুর
 
৪র্থ রাউন্ড:

২৪ জুন ২০২১, গাজী গ্রুপ বনাম মোহামেডান, সকাল ৯টা, মিরপুর

২৪ জুন ২০২১, আবাহনী বনাম শেখ জামাল, দুপুর ২টা, মিরপুর

২৪ জুন ২০২১, প্রাইম ব্যাংক বনাম প্রাইম দোলেশ্বর, সন্ধ্যা সাড়ে ৬টা, মিরপুর
 
৫ম রাউন্ড:

২৬ জুন ২০২১, প্রাইম ব্যাংক বনাম আবাহনী, সকাল ৯টা, মিরপুর

২৬ জুন ২০২১, প্রাইম দোলেশ্বর বনাম মোহামেডান , দুপুর ২টা, মিরপুর

২৬ জুন ২০২১, গাজী গ্রুপ বনাম শেখ জামাল, সন্ধ্যা সাড়ে ৬টা, মিরপুর

টিআইএস