এক সপ্তাহ বিরতির পর শুরু হচ্ছে নারী ফুটবল লিগের দ্বিতীয় লেগ। আগামীকাল (রোববার) কমলাপুর স্টেডিয়ামে দুইটি ম্যাচ রয়েছে। গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চলতি লিগের প্রথম লেগ শেষে অপরাজিত এবং পয়েন্ট তালিকায় সবার শীর্ষে। পুরুষ ফুটবলের মতো নারী ফুটবলে এবারের আসরে আলোচনায় রেফারিং। 

বসুন্ধরার পাশাপাশি আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, এফসি ব্রাহ্মণবাড়িয়া ভালো দল গড়ায় মূলত রেফারিং নিয়ে বেশি আলোচনা। প্রথম লেগের খেলার সময় দুই দল রেফারিং নিয়ে বাফুফেতে চিঠি দেয়। বিশেষ করে এফসি ব্রাহ্মণবাড়িয়ার চিঠির প্রেক্ষিতে দেশের প্রথম ফিফা সহকারি মহিলা রেফারি সালমা ইসলাম মনিকে প্রথম লেগের শেষ রাউন্ডে রেফারিং থেকে বিরত রেখেছিল রেফারিজ কমিটি। 

আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচে রেফারিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও সেই ম্যাচে সালমার বাঁশি বাজানো নিয়ে কোনো সমস্যা দেখেনি বাফুফের রেফারিজ বিভাগ। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও সদ্য পুষ্করণীর ম্যাচে সালমার একটি ভুল সিদ্ধান্ত খুঁজে পাওয়ায় এবং ব্রাহ্মণবাড়িয়ার চিঠির প্রেক্ষিতে সালমাকে শেষ রাউন্ডে বিরতি দেওয়া হয়। এক রাউন্ডের শাস্তি শেষ হওয়ায় দ্বিতীয় লেগ থেকে আবার বাঁশি বাজাবেন সালমা।

নারী ফুটবলে এবার সবাই মহিলা রেফারি, সহকারি রেফারিদের দ্বারা পরিচালিত হচ্ছে। একমাত্র ফিফা মহিলা রেফারি জয়া চাকমা উচ্চ শিক্ষায় ভারত থাকায় অন্য রেফারিদের দিয়ে লিগ পরিচালিত হচ্ছে। সালমা ফিফার সহকারি রেফারি হলেও লিগে বাঁশি বাজাচ্ছেন। সালমা, তাহমিনা, আলো ও সুমাইয়া আফরিন এই চার রেফারিকে দিয়েই ম্যাচ পরিচালিত হচ্ছে। 

নারী ফুটবল লিগ নিয়মিত না হওয়ায় নারী রেফারিরা সেভাবে উঠে আসছে না। ফলে কিছু ম্যাচে অনাকাঙ্ক্ষিত কিছু ভুল-ত্রুটি হচ্ছে। এক রাউন্ড ম্যাচ না পাওয়ার শাস্তির পাশাপাশি বাবা হারানোর শোক কাটিয়ে স্বাভাবিক রেফারিংয়ে কতটুকু ফিরতে পারেন প্রথম নারী ফিফা সহকারি রেফারি সেটাই দেখার বিষয়। 

এজেড/এমএইচ