প্যারিসে বিশ্বকাপ আরচ্যারি শুরুর দুই দিন আগে শুরু হয়েছে টোকিও অলিম্পিকের জন্য কোটা প্লেস বাছাই। সেই বাছাইয়ে আজ পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টে বাংলাদেশ প্রি কোয়ার্টার স্টেজ থেকে বাদ পড়েছে। প্রথমে পতুর্গালকে ৬-০ সেটে হারিয়েছিলেন রোমানরা। 

পরবর্তী পর্যায়ে খেলা পড়ে ইন্দোনেশিয়ার সঙ্গে। তাদের সঙ্গে একই ব্যবধানে হেরে বাংলাদেশের অলিম্পিক বাছাইয়ের যাত্রা শেষ হয়। বাংলাদেশ হারলেও প্রতিটি সেটে তীব্র প্রতিদ্বন্দ্বীতা করেছে ( ৫৬-৫৪, ৫৫-৫৪, ৫৬-৫৪)। বাংলাদেশ সামগ্রিকভাবে ১৯৮৪ স্কোর নিয়ে ১১তম স্থান অর্জন করেছে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট থেকে তিনটি দল অলিম্পিকের টিকিট পাবে। অলিম্পিকের তিনটি স্থানের জন্য লড়বে আমেরিকা, জার্মানি, ইতালি, স্বাগতিক ফ্রান্স, রাশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কানাডা। 

বাংলাদেশের রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অলিম্পিকে খেলার স্বপ্ন শেষ হলো। এখন একটি আশা জিইয়ে আছে রিকার্ভ মহিলা দলগত ইভেন্ট। রিকার্ভ দলগত পুরুষ ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ। 

রোমান সানা ২০১৯ সালে হল্যান্ডে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে রিকার্ভ ব্যক্তিগত এককে টোকিও অলিম্পিক খেলা নিশ্চিত করেছিলেন। আসন্ন টোকিও অলিম্পিকে রোমানের সঙ্গী কে হবেন সেটা এখন দেখার বিষয়। এই প্রতিযোগিতা থেকে অলিম্পিক প্লেস না পেলেও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে টোকিও অলিম্পিকস খেলার সম্ভাবনা রয়েছে।

এজেডে/এমএ্চ