অনলাইন বেটিংয়ের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগে সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিলো ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতের সাবেক দুই ক্রিকেটারের প্রায় ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। সরকারি সূত্র পিটিআইকে জানিয়েছে, আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় ধাওয়ানের সাড়ে চার কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং রায়নার প্রায় ৭ কোটি টাকার মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, দুই সাবেক ক্রিকেটার সব কিছু জেনেও ‘ওয়ানএক্স বেট’ নামক অনলাইন বেটিং অ্যাপের প্রচারণায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ‘ওয়ানএক্স বেট’ অ্যাপটিকে অবৈধ বলে ঘোষণা করেছে ভারত সরকার। ওই অ্যাপের প্রচারণামূলক কাজে যুক্ত ছিলেন দেশটির বিভিন্ন ক্ষেত্রের প্রথম সারির তারকারা। ওয়ানএক্স বেটের সঙ্গে তাদের কী চুক্তি হয়েছিল, কত টাকা নিয়েছেন তারা, তা জানতে ইডি তলব করেছে ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ সিংকে। সেই তালিকায় রয়েছেন রবিন উথাপ্পাও।

ওয়ানএক্স বেট অ্যাপের প্রচারের জন্য সম্প্রতি ভারতের তৃণমূলের সাবেক সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর বয়ান নথিবদ্ধ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। বলিউডের ঊর্বশী রাওতেলা আবার ওই ওয়ানএক্স বেট অ্যাপের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। গত অগস্টে এক বার হাজিরাও দিয়েছেন তিনি।

এইচজেএস