ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরের রানার আপ লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান পয়েন্ট থাকলেও রান রেটের ব্যবধানে আবাহনী লিমিটেডের কাছে শিরোপা হারায় নারায়ণগঞ্জের দলটি। এবার ডিপিএলে সুবিধা করতে পারেনি সাব্বির রহমানরা। প্রথম পর্বের ১১ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে থেকে রেলিগেশন পর্ব খেলতে হয় রূপগঞ্জকে। তবে এ যাত্রায় স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে দলটি। আজ (মঙ্গলবার) মিরপুরে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে অবনমন করিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল তারা।

এই ম্যাচকে ঘিরে শঙ্কা প্রকাশ করেছিল রূপগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ। আইসিসির স্বীকৃত আম্পায়ার ও মিরপুরকে ভেন্যু হিসেবে চেয়ে টুর্নামেন্টের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএম বরাবর আবেদন করেছিল তারা। সে আবেদনে সাড়া দিয়ে দাবি মেনে নেয় সিসিডিএম। আজ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা দেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও শরফুদ্দৌলা ইবনে সৈকত দায়িত্ব পালন করেন। মিরপুরে শেষ হওয়া ম্যাচটিতে বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএসকে ৬ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ওল্ড ডিওএইচএসকে আগে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ইনিংস শুরু করতে নেমে দলীয় ১২ রানে ব্যক্তিগত ২ রান করে আউট হন ওপেনার রাকিন আহমেদ। এরপর দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন আনিসুল ইসলাম ইমন ও মাহমুদুল হাসান জয়। জয় ২০ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন ইমন। হুসাইন আলীর তৃতীয় শিকার হয়ে ফেরেন ৫১ রান করে। ৩৯ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছয়ের মারে।

ওল্ড ডিওএইচএসের ইনিংসে তিন দফায় বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। ১৮ ওভারের ম্যাচে শেষদিকে রায়ান রহমানের ১২ ও অ্যালিস আল ইসলামের অপরাজিত ২০ রানের কল্যাণে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১১৭ রানের পুঁজি পায় ওল্ড ডিওএইচএস। রূপগঞ্জের হয়ে হুসাইন আলী ৩টি ও নাঈম ইসলাম ২ উইকেট নেন।

বৃষ্টি আইনে ১৮ ওভারে রূপগঞ্জের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪ রানের। ইনিংসের শুরুর দিকে দুই ওপেনার জাকের আলী (৮) ও আজমির আহমেদের (২০) উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। ২৯ রানে দুই উইকেট হারানোর পর সাব্বির রহমান ও মেহেদী মারুফের ব্যাটে জয়ের সুবাস পায় রূপগঞ্জ। দুজনই সমান ৩০ রান করে আউত হলে খানিক শঙ্কা তৈরি হয়। তবে সে শঙ্কা উড়ে যায় অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটে। 

শেষ দিকে ১৪ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন নাঈম। এতে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় লেজেন্ডস অব রূপগঞ্জ। এই জয়ের ফলে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে অবনমন করিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল তারা।

টিআইএস/এমএইচ