এমন দিনে নেই মোহামেডানের প্রতিনিধি
১২ ফুটবলারসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত সাদা কালো শিবিরে। ২৫ জুন পুনরায় শুরু হওয়া লিগে অংশগ্রহণ করতে নিজেদের অপরাগতা প্রকাশ করে চিঠি দিয়েছে মোহামেডান। মোহামেডানের চিঠি, লিগের অন্যতম দুই ভেন্যু মুন্সিগঞ্জ ও গাজীপুরে কড়া লকডাউন এসব সংক্রান্ত বিষয়ের জন্য আজ লিগ কমিটির জরুরি সভা আয়োজন করে। সেই জরুরি সভায় যে ক্লাবের প্রতিনিধি সবচেয়ে থাকা প্রয়োজন ছিল সেই মোহামেডান ক্লাবের প্রতিনিধিই অনুপস্থিত ছিলেন।
মোহামেডানের পরিচালক ও সাবেক ফুটবল কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু লিগ কমিটিতে মোহামেডানের প্রতিনিধি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া ভার্চুয়াল সভায় তিনি উপস্থিত ছিলেন না। মোহামেডানের কেউ না থাকার বিষয়টি অবাক করেছে অন্য ক্লাবগুলোরও।
বিজ্ঞাপন
মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির সম্পাদক ও অন্যতম পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্স আজকের সভায় মোহামেডানের অনুপস্থিতি প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি আমি মাত্র শোনলাম। হয়তো কোন ব্যক্তিগত কারণে তিনি অনুপস্থিত ছিলেন। তবে আমরা আমাদের চিঠি ইতোমধ্যে ফেডারেশনে দিয়েছি। আশা করি ফেডারেশন যৌক্তিক সিদ্ধান্ত নেবে।’ মঞ্জু ব্যক্তিগত কারণে জাতীয় ফুটবলর দলের সঙ্গে কাতারও যাননি। কাতারে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচের জন্য জাতীয় দল কমিটি তাকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল। তিনি অবশ্য শেষ পর্যন্ত যাননি।
মোহামেডানের প্রতিনিধি মঞ্জুরুল আলম চট্টগ্রাম থেকে জানান, ‘দুপুরের পর আমি জানতে পারি সাড়ে তিনটায় জরুরি জুম মিটিং। আমি গতকাল থেকে অসুস্থ। আজ দুপুরের পর হাসপাতাল থেকে ফিরছিলাম। অসুস্থতা ও আত্মীয়র মৃত্যুর জন্য কাতার সফরেও যাইনি। আজকের সভায় না থাকতে পারলেও পরবর্তীতে আমি ফেডারেশনে মৌখিকভাবে আমি আমাদের ক্লাবের অবস্থান তুলে ধরেছি।’
বিজ্ঞাপন
মোহামেডানের দাবি তাদের ১২ ফুটবলার ও কোচের ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে তারা লিগে খেলবে। আজকের সভা শেষে যতটুকু জানা গেছে, মোহামেডানের দাবি না টেকার সম্ভাবনাই বেশি। অধিকাংশ ক্লাব নেগেটিভ থাকা ফুটবলার নিয়েই খেলার পক্ষে মত দিয়েছে।
২৫ জুন পুনরায় লিগ শুরু হওয়ার কথা থাকলেও লিগ কমিটি অবশ্য আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এখনো খসড়া ফিকশ্চারও দিতে পারেনি। ফলে ২৫ জুন থেকে লিগ শুরু হওয়া নিয়ে সংশয় রয়েছে। আজকের সভায় সিদ্ধান্ত না হওয়ায় আগামীকাল বুধবার পুনরায় সভা হবে।
এজেড/এটি/এমএইচ