এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার জয়ের নায়ক
প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। জুটেছে স্বস্তির তিন পয়েন্ট। আলবিসেলেস্তেদের এই জয়ের নায়ক কোপা আমেরিকায় প্রথমবারের মতো দলটির একাদশে জায়গা পাওয়া পাপু গোমেজ। ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে দারুণভাবে বল জালে জড়ান তিনি।
ওই এক গোলেই প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় আর্জেন্টিনা। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এতদিন একাদশে জায়গা পাননি তিনি। গোল করার পর গোমেজ জানিয়েছেন, এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন তিনি। জানিয়েছেন, গোল করে কী কাজ করছিল মাথায়।
বিজ্ঞাপন
গোমেজ বলেন, ‘আমি খুব খুশি। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। অনেক সময় ধরে এই সুযোগটার অপেক্ষা করেছি। আমি অনেক অনেক খুশি বিশেষত জয়টার জন্য। আমি যখন গোল করেছিলাম, আমার পরিবার, বন্ধুবান্ধবের কথা চিন্তা করেছি। এগুলো আমার মাথায় কাজ করেছে।’
নিজের গোলের চেয়ে আর্জেন্টিনার এই স্ট্রাইকারের কাছে গুরুত্বপূর্ণ দলের জয়। প্যারাগুয়ের বিপক্ষে তিন পয়েন্ট পেয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। এটিকেই বড় করে দেখছেন আর্জেন্টাইন এই ফুটবলার।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যখন আপনি কোনো কিছুর জন্য চেষ্টা করেন, অপেক্ষা করে থাকের আপনার পালার জন্য, যে ত্যাগটা করেন। এই ধরনের সুযোগ তখন আপনাকে কাজে লাগাতে হবে। দল জিতেছে, এটাই গুরুত্বপূর্ণ। এই জয়, তিন পয়েন্ট আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’
এমএইচ/এটি