আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আগামীকাল শেষ টেস্টে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই টেস্ট ম্যাচে মাঠে নামার মধ্যে দিয়ে মুশফিকুর রহিম স্পর্শ করবেন শততম টেস্টের মাইলফলক। তবে মুশফিককে মিরপুর টেস্টে ছাড় দিতে চান না আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর।

ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'অবশ্যই কোনো ছাড় থাকবে না। আমার মনে হয় না তার কোনো ছাড়ের প্রয়োজন আছে। সে এত ভালো একজন খেলোয়াড়। হ্যাঁ, এটা তার জন্য একটি অসাধারণ অর্জন।'

'আমার মনে হয় সে-ই প্রথম বাংলাদেশি খেলোয়াড় যে ১০০টি টেস্ট খেলছে, যা একটি অবিশ্বাস্য অর্জন এবং এমন কিছু যার জন্য তার গর্বিত হওয়া উচিত, এবং আমি নিশ্চিত সে গর্বিত। কিন্তু না, আমাদের পক্ষ থেকে কোনো ছাড় থাকবে না।'

আয়ারল্যান্ডের খেলা ১১ টেস্টের মধ্যে আটটি টেস্টেই খেলেছেন টেক্টর। ২৫ বছর বয়সী এই ব্যাটারের শঙ্কা, তার বিদায়বেলায় আয়ারল্যান্ড দলগতভাবেও ১০০টি টেস্ট খেলতে পারবে কি না। এ নিয়ে টেক্টর বলেন, 'আমি মনে করি যখনই কোনো খেলোয়াড় তার দেশের হয়ে ১০০টি টেস্ট ম্যাচ খেলে, তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমার মনে হয়, আমি যখন খেলা শেষ করব, ততদিনে হয়তো আয়ারল্যান্ড দলগতভাবেও ১০০টি টেস্ট খেলবে না।'

'মুশফিক যে ২০ বছরের ক্যারিয়ারে এটা করেছে তা অসাধারণ এবং একটি অবিশ্বাস্য অর্জন। এমন একজন খেলোয়াড়ের কাছ থেকে এটা অসাধারণ, যে দুই দশক ধরে এত ভালো খেলে আসছে।'

সএইচ/এইচজেএস