২০১৫ আসর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিতই খেলে আসছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে আসন্ন দ্বাদশ আসরের ড্রাফটে বাদ পড়েছেন তিনি। আজ (শনিবার) বিসিবি ঘোষিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সৈকত ও এনামুল হক বিজয় বাদ পড়েছেন। এভাবে নিলামের আগেই জায়গা হারানো ক্রিকেটারের সংখ্যা ৮।

বিপিএল নিলামের জন্য চূড়ান্ত তালিকায় ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে ওই সময় আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। তবে ফিক্সিং সন্দেহেই তারা নিলামে নেই সেটা বলার আর অপেক্ষা রাখে না। নিলামে নিজের নাম না থাকা নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে আলাপে মোসাদ্দেক বলেন, ‘আমি ড্রাফটে যখন নিজের নাম নেই দেখলাম স্বাভাবিকভাবে অবাক হয়েছি। ফেসবুকে এবং গণমাধ্যমেও দেখলাম আমাদের অভিযুক্ত করা হচ্ছে।’

গত বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এই ক্রিকেটার জানান, ‘সবার আগে আমি বিসিবির সাথে যোগাযোগ করেছিলাম সবাইকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি। তারা রেসপন্স না করলে আমরা আসলে বুঝবো কীভাবে। সবাইকে ফোন করেছি কেউ ফোন রিসিভ করেনি। আমার মেইন পদক্ষেপ হচ্ছে কেন ড্রাফটে রাখা হয়নি সেটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করা। বিসিবির সঙ্গে কথা বলার পর আমি এটা নিয়ে কথা বলতে পারব।’

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। যেখানে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

এসএইচ/এএইচএস