কোটিপতি নাঈম, ৭৫ লাখে রংপুরে লিটন
বিপিএলের নিলামের শুরুর ডাকেই দল পেয়েছেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে চিটাগং রয়েলস। এছাড়া ‘এ’ ক্যাটাগরি থেকে লিটন দাসকে ৭৫ লাখে নিয়েছে রংপুর রাইডার্স।
নিলামের দ্বিতীয় ডাকে লিটনের নাম ওঠে। তাকে নিতে লড়াইয়ে নামে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। শেষ পর্যন্ত তাকে ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর।
বিজ্ঞাপন
এর আগে কোটি টাকায় বিক্রি হলেন নাঈম। প্রথমেই 'এ' ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারের নাম ওঠে। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতেই আগ্রহ দেখায় তার প্রতি সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস তাকে দলে ভেড়াতে লড়াইয়ে নামে।
শেষ পর্যন্ত তাকে দলে নিতে পেরেছে সিলেট। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নিয়েছে চট্টগ্রাম।
বিজ্ঞাপন
তবে অবিক্রিত থেকেছেন বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। বি ক্যাটাগরির শুরুতে নিলামে ওঠে তাদের নাম। কিন্তু দুজনের জন্য কেউ আগ্রহ দেখায়নি।
এসএইচ/এফএইচএম