বিপিএলের নিলাম শেষ হয়েছে গেল রোববার। তবে এখনো তার রেশ রয়ে গিয়েছে। রাজশাহী ওয়ারিয়র্স শুরুতে তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। এরপর নিলাম থেকে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবকে দলে টানে তারা।

একই দলে তামিম-সাকিবকে ভিড়িয়ে দলটির প্রধান কোচ হান্নান সরকার বলেন, “এই দুইজন এখন বাংলাদেশ দলের অন্যতম মূল সদস্য। ওপেনিংয়ে তামিম নেতৃত্ব দিচ্ছে। সাকিবও বোলিং বিভাগে নেতৃস্থানীয় পজিশনে আছে। ওরা ডিজার্ভিং পারফরম্যান্স করেই জায়গা অর্জন করে নিয়েছে।”

শুধু দক্ষতা নয়, ব্যক্তিগত সম্পর্কও কাজে লাগতে পারে দাবি হান্নানের, “ওদেরকে পাওয়া আমার জন্য কাজ সহজ হবে কারণ ২০২০ বিশ্বকাপের পর থেকে ওদের সাথে আমার বেশ ঘনিষ্ঠতা। আসলে ঘনিষ্ঠতা শুরু ২০১৮ সাল থেকেই—বিভিন্ন সফরে আমাদের বোঝাপড়া গড়ে ওঠে। ওদের সাথে আমার বোঝাপড়া খুবই ভালো, এখনো।”

হান্নান আরও যোগ করেন, “যখন উপদেশ বা যোগাযোগের দরকার হয়, আমরা সেটা করি। স্বাভাবিকভাবে বিশ্বাসের জায়গাটা ওদেরকে পাওয়াটা আমার জন্য সহজ হবে। খেলোয়াড় হিসেবে তারা সেরা, জাতীয় দলকে সার্ভিস দিচ্ছে। পাশাপাশি আমার সঙ্গে তাদের সম্পর্কটা অবশ্যই পারফরম্যান্স আদায় করতেও কাজে লাগবে।”

এসএইচ/এফআই