বিপিএল শুরুর আগেও বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। কেননা প্রধান কোচ ফিল সিমন্সের নির্দেশে বিশেষ ক্যাম্পে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি দলের ব্যাটার সদস্যরা। গতকাল (রোববার) অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ক্যাম্পের বিস্তারিত জানান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

স্কিল ক্যাম্প নিয়ে আশরাফুল বলেন, ‘এই ক্যাম্পটা তো আমি বলব যে খুবই ভালো একটা প্র্যাকটিস সেশন হচ্ছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কিছু শটস ইমপ্রুভ করার জন্য। বাইরের দেশে এই কাজটা খুব বেশি করা হয়, অর্থাৎ ওয়ান টু ওয়ান প্র্যাকটিসটা। আমাদের তো এই অপরচুনিটিটা হয় খুব কম। বিপিএলের আগে যে সুযোগটা এসেছে, সো ফার দুই দিন আমরা চারজন ব্যাটারকে নিয়ে কাজ করেছি, তাদের ইন্ডিভিজুয়াল শটসগুলা ইমপ্রুভ করার জন্য। ক্রিকেটিং শটস-এর ওপরে যেন আমরা বেশি কনফিডেন্স নিয়ে খেলি, সে জিনিসগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি।’

ব্যাটারদের কী শেখানো হচ্ছে সেটা নিয়ে আশরাফুল বলেন, ‘শুধু অফসাইডে না। প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আসলে ইন্ডিভিজুয়াল কাজ করানো হচ্ছে। বিশেষ করে পারভেজ ইমন এবং তানজিদ তামিম- দুইজন টপ অর্ডার ব্যাটার। তারা তো ওভার দ্য টপ খেলতে পারে। তাদের জন্য শুরুতে যেন ক্রিকেটিং শটস..., বোলাররা যখন আপনার অফ স্টাম্পের বাইরে বল করবে, সেই বলগুলা পয়েন্ট, কাভার, মিড অফ..., যে গ্যাপগুলা আছে, ওই গ্যাপে শুরুতে যদি লো রিক্স শট খেলেন, তাহলে কিন্তু রান করাটা সম্ভব। সেই জিনিসগুলা নিয়ে আসলে কাজ করা হচ্ছে।’

তিনি বললেন, ‘লেগ সাইডেও প্র্যাকটিস করানো হচ্ছে, যেমন ফ্লিক শট। আজকে কিন্তু অনেকগুলা ব্যাটারকে ফ্লিক শট প্র্যাকটিস করানো হয়েছে। স্কয়ার লেগ, মিড উইকেট এবং মিড অন-এর ওইদিক দিয়ে যেন নিচে... (শট খেলতে পারে)। ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি; কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শটস নিচে নিচে খেলতে পারি, সেই জিনিসগুলা নিয়ে কাজ করানোর চেষ্টা করছি।’

ফিল সিমন্সের বুদ্ধিতেই এই অনুশীলন হচ্ছে বলেন আশরাফুল, ‘হেড কোচ থেকেই এসেছে। প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে ইন্ডিভিজুয়াল যে শটস প্র্যাকটিসগুলো হচ্ছে, হেড কোচের মাথা থেকেই এসেছে বিষয়টা।’

এসএইচ/এফএইচএম