রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে ঢাকা পোস্ট দুর্দান্ত সূচনা করেছে। আজ (মঙ্গলবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে টসে জিতে ঢাকা পোস্টের অধিনায়ক শামীম মজুমদার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৬ ওভারে ঢাকা পোস্ট ১৩৫ রানের বিশাল সংগ্রহ করে। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান। 

উদ্বোধনী জুটিতে অধিনায়ক শামীম ও শফিকুল ইসলাম মারমুখী সূচনা করেন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যান ৩০ রান করলে বাধ্যতামূলক অবসর। সেই আইনের আলোকে শামীম মজুমদার ৩৩ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শফিকুল ইসলাম ১০ বলে ৩০ রান করে রিটায়ার্ড হন। মাত্র ৭ বলে জনি সাহা ৩১ রান করেন। তিনি পাঁচটি ছক্কা হাঁকান। ওয়াইড, নো এবং বাই থেকে আসে ৩৬ রান। 

১৩৬ রানের টার্গেটে নেমে বিটিভি বেশি দূর এগোতে পারেনি। ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রানে থেমে যায় তাদের ইনিংস। আমিনুল এক ওভারে দুই উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তোলা জনি সাহা বল হাতেও নেন এক উইকেট। জসিম নেন এক উইকেট। ব্যাট-বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখানো জনি সাহা ম্যাচ সেরার পুরস্কার জেতেন। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন। 

‘এ’ গ্রুপে আজ অন্য ম্যাচে দৈনিক সমকাল যুগান্তরকে পরাজিত করেছে। ঢাকা পোস্টের পরবর্তী ম্যাচ আগামীকাল সমকালের বিপক্ষে। আগামীকালের ম্যাচ জিতলে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল খেলবে। 

ঢাকা পোস্ট দল : শামীম মজুমদার (অধিনায়ক),শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, আমিনুল, আহমাদ সালমান, জনি সাহা। স্ট্যান্ডবাই : মাহাবুর সোহাগ ও সাকিব শাওন। 

এজেড/এএইচএস