এডভোকেটস প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরের ফাইনালে লিগ্যাল পাইরেটস, সুপ্রীম কোর্ট বার-এককে হারিয়ে শিরোপা জিতেছে দ্য অ্যাডভোকেটস চিটাগং।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দল হিসেবে দ্য অ্যাডভোকেটস চিটাগং পেয়েছে ৮০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। রানার্সআপ হিসেবে ৪০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পেয়েছে লিগ্যাল পাইরেটস, সুপ্রীম কোর্ট বার-এক।

ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন আব্দুল্লাহ আল হানিফ। পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট হন রিদয় (স্টামফোর্ডিয়ান শাহীনশাহ)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনজীবীদের মধ্যে ক্রীড়া চর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধিতে এডভোকেটস প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া টুর্নামেন্টে সেরা ব্যাটার হয়েছেন মো. রাকিব, সেরা বোলার হয়েছেন সাদ্দাম হোসাইনসেরা ফিল্ডার হয়েছেন দেলোয়ার হোসেন।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার খালেদ হামিদ চৌধুরী, মকবুল হোসেন সরকার, ড. শাহজালাল হক, সখিনা জোলি, এ আর মল্লিক রনি, সৈয়দ ফজলে এলাহি, মো. মাযহারুল ইসলাম চৌধুরী।

এইচজেএস