জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন
টেস্ট ও ওয়ানডেতে জিম্বাবুয়ের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন ক্রেইগ আরভিন। এবার দুই ফরম্যাটের দায়িত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। আরভিন দায়িত্ব ছাড়ায় এবার রোডেশিয়ানদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হলেন রিচার্ড এনগারাভা।
২০২১ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট অভিষেক হয় এনগারাভার। বাঁহাতি এই পেসার এখনো পর্যন্ত জাতীয় দলের হয়ে ১১ টেস্ট খেলেছেন। লাল বলে শিকার করেছেন ২৫ উইকেট। ২০১৭ সালে ওয়ানডেতে অভিষেক হওয়া ২৭ বছর বয়সি এই পেসার খেলেছেন ৫৫ ম্যাচ।
বিজ্ঞাপন
৯০ টি-টোয়েন্টিতে ১০৮ উইকেট নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনিই সবচেয়ে বেশি উইকেটের মালিক। জাতীয় দলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে বাঁহাতি এই পেসার।
এনগারভার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রায়ান বেনেটকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ২২ বছর বয়সি এই ব্যাটার।
বিজ্ঞাপন
টেস্ট ও ওয়ানডে অধিনায়কত্বে পরিবর্তন আসলেও টি-টোয়েন্টি দলে পরিবর্তন আসছে না। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের নেতৃত্ব থাকছেন সিকান্দার রাজার কাঁধেই।
এইচজেএস