জাহানারা ইস্যুতে সবশেষ যা জানাল বিসিবি
গেল মাসে জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগে গঠিত হয় তদন্ত কমিটি। কয়েক দফায় সময়ের পর এবার গঠিত কমিটির রিপোর্ট পাওয়ার সম্ভাব্য নতুন দিনক্ষণ জানা গেছে। ২০২৬ সালের ৩১ জানুয়ারি তদন্ত রিপোর্ট পাওয়া যাবে।
গেল ৮ নভেম্বর গঠন করা হয় তদন্ত কমিটি। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই দিন পেরিয়ে যাওয়ার পর জাহানারার অনুরোধ সাপেক্ষে অভিযোগ জমা দেওয়ার সময় বর্ধন করা হয়েছে বলে বার্তা দিয়েছিল বিসিবি। সঙ্গে জানানো হয়েছিল ২০ ডিসেম্বর কমিটির রিপোর্ট হাতে পাওয়ার আশা করা যাচ্ছে।
বিজ্ঞাপন
এবার নতুন তথ্য দিল বিসিবি। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহানারার অভিযোগ বিসিবির গঠিত তদন্ত কমিটির হাতে এসে পৌঁছেছে। তবে বিষয়টির বিস্তারিত তদন্তের জন্য বাড়তি সময় চেয়েছে কমিটি, এমনটাই জানিয়েছে ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে কমিটি বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলে তাদের বক্তব্য নিয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে।
আরও কয়েকজন ব্যক্তির বক্তব্য সংগ্রহ করে সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য বাড়তি সময় চাওয়া হয়েছে। কমিটির চাওয়া মেনে সময় বর্ধন করেছে বিসিবি। সব কাজ শেষ করে আগামী ৩১ জানুয়ারি কমিটির তদন্ত রিপোর্ট বিসিবির হাতে আসবে বলে আশা করা হচ্ছে। কমিটিকে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ করে রিপোর্ট জমাদানের জন্য সর্বশেষ সময় বেধে দেওয়া হয়েছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস