৩২৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
সিরিজ সেরা হয়েছেন ডাফি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শেষ হলো নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুম। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের অনুপস্থিতিতে এই সিরিজে ২৩ উইকেট নিয়ে জ্যাকব ডাফি তার সামর্থ্য দেখালেন। কিউইরা শেষ ম্যাচে পেল ৩২৩ রানের দাপুটে জয়। তারা সিরিজ জিতল ২-০ তে।
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ চোয়ালবদ্ধ জবাব দিয়েছিল। কিন্তু ৪৬২ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে অসহায় আত্মসমর্পণ। কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু ৫১ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে বড় ব্যবধানে পরাজিত হতে হলো।
বিজ্ঞাপন
তিন ম্যাচের সিরিজে তিনবার পাঁচ উইকেট নিয়েছেন ডাফি। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল রিচার্ড হ্যাডলি (৩৩ বনাম অস্ট্রেলিয়া, ১৯৮৫) ও ব্রুস টেলর (২৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৯৭২)। ৪০ বছর পর এক সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া নিউজিল্যান্ডার তিনি, হয়েছেন সিরিজের সেরা।
আগের দিন ৪৩ রানে মাঠ ছাড়েন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং। ক্যাম্পবেলের (১৬) বিদায়ে তাদের ওপেনিং জুটি ভেঙেছে ৩৩তম ওভারে। কিং ইনিংস সর্বোচ্চ ৬৭ রানে থামেন। ৮৭ রানে ওপেনিং জুটি ভাঙার পর ১৩৮ রানে অলআউট ক্যারিবিয়ানরা।
বিজ্ঞাপন
১১ ব্যাটারের মধ্যে চার জন দুই অঙ্কের ঘরে পৌঁছান। শেষ দিকে টেভিন ইমলাচ ১৫ রানে অপরাজিত ছিলেন। অ্যান্ডারসন ফিলিপ ১০ রান করেন।
ডাফি ৪২ রান খরচায় পাঁচ উইকেট নেন। তিনটি উইকেট পান এজাজ প্যাটেল। দেশের মাটিতে উইকেটখরা কাটানো এই স্পিনার ম্যাচ শেষে পাঁচ উইকেট পেয়েছেন। ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন ডেভন কনওয়ে।
এফএইচএম/