রাফিনহা ও ইয়ামাল গোল করেছেন

রিয়াল মাদ্রিদ আগের দিন জিতে শীর্ষস্থানের সঙ্গে এক পয়েন্টে ব্যবধান কমায়। সেটা আবার চারে বাড়াল বার্সেলোনা। গতকাল (রবিবার) ১০ জনের ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।

টানা অষ্টম লিগ জয়ে হ্যান্সি ফ্লিকের দল বছর শেষ করল। নতুন বছরের আগে আপাতত শিরোপার লড়াইয়ে শুধু দুই দল। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ৯ পয়েন্ট পেছনে।

প্রথমার্ধে স্বাগতিকদের জন্য একের পর এক সমস্যা তৈরি করে রাফিনহা। নিজে পেনাল্টি আদায় করে ১২তম মিনিটে গোলমুখ খোলেন ব্রাজিলিয়ান তারকা। তারপর বিরতির আগে ভিয়ারিয়াল লাল কার্ড দেখে। দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামাল পাঁচ লিগ ম্যাচে তৃতীয় গোল করে বার্সার ভাগ্য সুনিশ্চিত করেন।

তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের টানা ছয় লিগ ম্যাচের জয়যাত্রা থামাল বার্সা। স্বাগতিকরা শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করে। নিকোলাস পেপে খুব কাছ থেকে হেড করে গোলপোস্টের বাইরে মারেন। আয়োজে পেরেজের শট লক্ষ্যভ্রষ্ট হয় হোয়ান গার্সিয়ার সেভে।

দারুণ দুটি সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে ভিয়ারিয়ালকে। বার্সেলোনা প্রথম আক্রমণ থেকে লিড নেয়। রাফিনহা কাট করে বক্সে ঢুকে স্যান্টি কোমেসানার ফাউলের শিকার হন। তারপর পেনাল্টি থেকে লুইস জুনিয়রকে ভুলদিকে পাঠিয়ে নিচু ড্রাইভে তিন লিগ ম্যাচে চতুর্থ গোল করেন।

সাবেক লিডস উইঙ্গার কয়েক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেই ফেলেছিলেন। কিন্তু তার ২০ গজ দূর থেকে নেওয়া শট পোস্টে আঘাত করে।

ভিয়ারিয়াল সমতা ফেরানোর আনন্দে মেতেছিল। বার্সার জুলেস কোন্দের নিচু ক্রস আত্মঘাতী হয়ে জালে ঢোকে। তবে সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালে বেঁচে যায় কাতালানরা।

ইয়ামালকে ফাউল করে ভেইগা লাল কার্ড দেখার আগে পেপে গোলপোস্টে আঘাত করেন। গার্সিয়াও দারুণ সেভে তাজোন বুশানানকে থামান। দল ১০ জনের হওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

৬৩ মিনিটে ইয়ামাল জটলার মধ্যে থেকে ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের পাসে জাল কাঁপান। জর্জেস মিকাউতাজে ও সার্জি কার্দোনার প্রচেষ্টা ডাবল সেভে গার্সিয়া রুখে দিয়ে বার্সাকে বাঁচান। তাদের বদলি খেলোয়াড় মার্কাস র‌্যাশফোর্ড দুটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি। 

১৮ ম্যাচেট ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।