বিপিএল চলাকালে মৃত্যু, সিলেট স্টেডিয়ামে হবে কোচ জাকি’র জানাজা
অন্য আর সব দিনের মতোই মাঠে এসেছিলেন মাহবুব আলি জাকি। বিপিএলে সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন ঢাকা ক্যাপিটালসের। তবে নিজেদের প্রথম ম্যাচ শুরুর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস সূত্র।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। জানা গেছে, হাসপাতাল নেওয়ার পথেই মৃত্যু হয়েছে দেশবরেণ্য এই কোচের।
জানা গেছে, আজ সন্ধ্যা নাগাদ সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মাহবুব আলী জাকি’র জানাজার নামাজ। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এ ছাড়া জাকির পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি।
বিজ্ঞাপন
এসএইচ/এফআই