ভারত হাত না মেলালে পাকিস্তান কী করবে জানালেন বোর্ড প্রধান
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা ও অপারেশন সিঁদুরের পর থেকে ক্রিকেট মাঠেও ছড়িয়ে পড়েছে পাকিস্তান ও ভারত বৈরিতা। মাঠের লড়াইয়ে তারা মুখোমুখি হলেও ক্রিকেটীয় চেতনার বাইরে গিয়ে তারা হাত না মেলানোর চর্চা শুরু করেছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও তেমন কিছুই হতে যাচ্ছে বলে ধারণা। এনিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অবস্থান জানিয়ে দিলো। ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
পাকিস্তানের বোর্ডপ্রধান মহসিন নাকভী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত সেই ম্যাচে যদি হাত মেলাতে না চায় তা হলে পাকিস্তানও তাই করবে। অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে তিন বার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। কোনেরাবারই দুই দলের ক্রিকেটারেরা হাত মেলাননি। এর পর ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুটি ম্যাচেও একই জিনিস দেখা গিয়েছে। নাকভী জানিয়েছেন, ভারতের চাপের কাছে কোনোভাবেই ‘নতিস্বীকার’ করবে না পাকিস্তান।
বিজ্ঞাপন
রোববার লাহোরে একটি সাংবাদিক সম্মেলনে নাকভী বলেছেন, ‘যদি ভারত হাত মেলাতে না চায়, তাহলে আমাদেরও সে রকম কোনো ইচ্ছা নেই। যাই হোক না কেন, ভারত যা করবে তার পাল্টা জবাব দেওয়া হবে। আপনারা দেখতে পাবেন, ভবিষ্যতেও আমাদের দৃষ্টিভঙ্গি একই থাকবে। ওরা একই কাজ বারবার করে যাবে আর আমরা পিছু হটব, এটা কোনোভাবেই হতে পারে না। এটা অসম্ভব।’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে দুই দল কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়ে। তার বিরোধিতা করে পাকিস্তান দলের কোচ সরফরাজ আহমেদ বলেছিলেন, ‘ম্যাচে ভারতীয়দের আচরণ ভাল ছিল না। ক্রিকেটীয় দিক দিয়েও ওদের আচরণ অনৈতিক।’
বিজ্ঞাপন
এফএইচএম/