টি-টোয়েন্টি
এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড হোল্ডারের
বছরজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। বর্তমানে খেলছেন সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টিতে। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে গতকাল (সোমবার) তিনি ২৪ রানে ২ উইকেট শিকার করেন। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন হোল্ডার।
২০২৫ সালে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে সাবেক এই ক্যারিবীয় অধিনায়ক ৯৭টি উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে ৬৯টি ম্যাচ খেলেছেন হোল্ডার। তিনি ২১.৪২ গড় এবং ৮.৩০ ইকোনমি রেটে ৯৭ উইকেট নিয়েছেন। যেখানে তিনি ৪ উইকেট নিয়েছেন ৬ ম্যাচে। এর মধ্যে রয়েছে সিপিএলে বার্বাডোজ রয়্যালসের জার্সিতে ১৪/৪ উইকেটের বোলিং ফিগার।
বিজ্ঞাপন
এর আগে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক ছিলেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। ২০১৮ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৯৬ উইকেট নিয়েছেন। যেখানে তার ইকোনমি ছিল ৬.৩৫। টি-টোয়েন্টির ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ৯০–এর বেশি উইকেট নিয়েছেন মাত্র দুজন বোলার— জেসন হোল্ডার ও রশিদ খান।
বিজ্ঞাপন
পেসারদের মধ্যে এক বছরে ৮০–এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে মাত্র দুজনের। হোল্ডার ছাড়া অপরজন তারই স্বদেশি ডোয়াইন ব্রাভো, ২০১৬ সালে ৭১ ইনিংসে ৮৭ উইকেট নিয়েছিলেন ২৪.৪৭ গড়ে। ২০২৫ সালে হোল্ডার খেলেছেন মোট ছয়টি দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি দলগুলো হচ্ছে– আবুধাবি নাইট রাইডার্স, ইসলামাবাদ ইউনাইটেড, খুলনা টাইগার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
কেবল বল হাতেই নয়, হোল্ডার ব্যাটিংয়েও আলো ছড়িয়েছেন। ২০২৫ সালে তিনি করেছেন ৮৪৬ রান, গড়টা (২৪.১৭) আহামরি না হলেও, স্ট্রাইকরেট (১৫৯.৯২) উল্লেখযোগ্য। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এক বছরের সেরা ব্যাটিং পরিসংখ্যান। ২০২৫ সালের আগে যেসব বছরে তিনি দুইয়ের বেশি ইনিংস খেলেছেন, কোনো বছরেই তার স্ট্রাইকরেট ১৪৫-এর বেশি ছিল না।
টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট শিকার
জেসন হোল্ডার – ৯৭ (২০২৫)
রশিদ খান – ৯৬ (২০১৮)
ডোয়াইন ব্রাভো – ৮৭ (২০১৬)
নূর আহমদ – ৮৫ (২০২৫)
রশিদ খান – ৮১ (২০২২)
রশিদ খান – ৮০ (২০১৭)
ইমরান তাহির – ৭৯ (২০১৯)
আকিল হোসেন – ৭৯ (২০২৪)
নাভিন-উল-হক – ৭৮ (২০২৪)
আন্দ্রে রাসেল – ৭৬ (২০১৬)
এএইচএস