টি-টোয়েন্টি এলেই যেন বদলে যায় উইন্ডিজ
এভিন লুইসের কাছে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা/ক্রিকইনফো
নিজেদের মাটিতে টেস্ট সিরিজ। সেখানেও দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো গো হারা হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই ক্যারিবীয়রাই কিনা আমূলে বদলে গেল টি-টোয়েন্টি ফরম্যাটে! সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ১৬১ রানের মাঝারি লক্ষ্য তাড়া করে গেছে মাত্র ১৫ ওভারে, ৮ উইকেট হাতে রেখেই!
টেস্ট সিরিজে দুই ম্যাচের দুটোতেই হেরেছিল দলটি। দুই ম্যাচের চার ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহটা ছিল মোটে ১৬৫ রানের। কাল প্রথম টি-টোয়েন্টিতে যখন দক্ষিণ আফ্রিকা ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিকদের সামনে, তখন ধারণা করা হচ্ছিল বেশ কাঠখড়ই পোড়াতে হবে ক্যারিবীয়দের।
বিজ্ঞাপন
তবে টেস্টের উইন্ডিজ থেকে যে এই উইন্ডিজ বেশ আলাদা! টি-টোয়েন্টি তাদের শক্তির জায়গা বটে, কিন্তু সঙ্গে এ ম্যাচে যোগ হয়েছিল ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোদের মতো নাম। টেস্ট সিরিজে গো হারা উইন্ডিজদের দেহভাষ্য বদলে গেছে সেখানেই।
প্রথমে ব্যাট করে কুইন্টন ডি’কক (২৪ বলে ৩৭) ও রাসি ফন ডার ডুসেন (৩৮ বলে ৫৬) থিতু হয়েছিলেন বটে, কিন্তু তাদের লাগামছাড়া হতে দেননি ক্যারিবীয় বোলাররা। ডোয়াইন ব্রাভো ও ফ্যাবিয়ান অ্যালেনের ঝুলিতে যায় দুটো করে উইকেট। আর আন্দ্রে রাসেল তুলে নেন ডি’কককে।
বিজ্ঞাপন
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রোটিয়া বোলাররা দেখেছেন ক্যারিবীয় প্রলয়নাচন। এভিন লুইস আর আন্দ্রে ফ্লেচারের ৭ ওভারে ৮৫ রানের জুটিতেই মূলত রান তাড়া সহজ করে দেয় উইন্ডিজের। এরপর ফ্লেচার ফিরে গেলেও থামেননি লুইস। ৩৫ বলে ৭১ রান করে তিনি যখন ফিরছেন, তখন ম্যাচটা চলে এসেছে ক্যারিবীয়দের হাতের মুঠোয়। এরপরের কাজটা গেইল আর রাসেল মিলে সেরেছেন অনায়াসেই।
ফলে পাঁচ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। সিরিজেও এগিয়ে যায় ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রাতে আবার মাঠে নামবে দুই দল। তৃতীয় ম্যাচটি খেলবে আগামী মঙ্গলবার রাতে।
এনইউ/এটি