মোসাদ্দেক হোসেন/আবাহনী

আবাহনী লিমিটেড টানা তৃতীয়বার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন মুশফিকুর রহিম। সতীর্থ মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আবাহনী লিমিটেডের টানা তৃতীয় শিরোপা এবং প্রথমবারের মতো নিজের।’

মুশফিকুর রহিমের আক্ষেপ ঘুচেছে। নিজের ক্রিকেট ক্যারিয়ারে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের শিরোপা অধরা ছিল তার। এবার সেই স্বাদ পেলেন। তবে অতৃপ্তি কিছুটা রয়েই গেল মুশফিকের। দলীয় উৎসবে সামিল হতে পারেননি। ছিলেন না শিরোপার লড়াইয়ে দলের সঙ্গে। চোটের কারণে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের পরই ছিটকে যান আবাহনীর অধিনায়ক। তবে তাকে ভোলেননি তার সতীর্থরা। আবাহনী এই শিরোপা উৎসর্গ করেছে মুশফিককেই।

দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমরা যখন টিম মিটিং করি তখন আমাদের মধ্যে কথা হয়েছিল চ্যাম্পিয়নশিপ উনাকে (মুশফিক) উৎসর্গ করব। এবং অবশ্যই উনাকেই উৎসর্গ করছি। আমরা অনেক বেশি মিস করছি যেহেতু উনি আমাদের মাঝে ছিলেন না, আমাদের একটা বড় দায়িত্ব ছিল উনার গ্যাপ পূরণ করার। যদিও উনার গ্যাপ পূরণ হয় না, তবুও আমরা টিম ইউনিট মিলে চেষ্টা করেছি।’

৮ রানে জিতলেও প্রাইম ব্যাংকের বিপক্ষে অলিখিত ফাইনাল ম্যাচটা সহজ ছিল না আবাহনীর জন্য। কেউই টি-টোয়েন্টি সূলভ ব্যাটিং প্রদর্শনী করতে পারেননি। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ১৩ বলে ২১ রানের ছোট কিন্তু কার্যকরী একটি ইনিংস খেলেন। যেখানে মুস্তাফিজুর রহমানের করা শেষ ওভার দুটি ছক্কা হাঁকান তিনি। মোসাদ্দেক মনে করেন এই দুই ছয়ই ম্যাচের প্রেক্ষাপট বদলে দিয়েছে। পরে বোলাররা দায়িত্ব নেওয়ায় ম্যাচ জিততে পেরেছে আবাহনী।

এক ভিডিও বার্তায় মোসাদ্দেক জানান, ‘দেখেন ফাইনাল ম্যাচগুলো কিন্তু সবসময়ই এমনই হয়। একটা সময় মনে হয়েছে যে আমরা হেরে যাব বা আমাদের অবস্থা খুব খারাপ এর দিকে ছিল, তখন একটা ভালো পার্টনারশিপ হয়ে গেছে। শেষদিকে সাইফউদ্দিন যখন দুইটা ছয় মেরে দিয়েছে তখন মনে হয়েছে যে না এই ম্যাচটাতে এখনও আমাদের অনেক কিছু পাওয়ার আছে।’

সঙ্গে যোগ করেন মোসাদ্দেক, ‘ওই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের বোলাররা আলহামদুলিল্লাহ খুবই ভালো বোলিং করেছে। ওরাই ম্যাচ জিতেয়েছে আমাদের।’

টিআইএস/এনইউ/এটি