বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি লিগে (বিপিএল) খেলায় বাংলাদেশেও অনেক ভক্ত আছে সিকান্দার রাজার। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়কের ছোট ভাই মুহাম্মাদ মাহদি।

গত সোমবার (২৯ ডিসেম্বর) হারারেতে মারা গেছেন রাজার মাহাদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩ বছর বয়সে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। মাহাদির মৃত্যুর খবরে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

 

জেডসি জানিয়েছে, রক্তক্ষরণজনিত জন্মগত রোগ হিমোফিলিয়া নিয়ে জন্ম নিয়েছিলেন মাহদি। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু হয়। মঙ্গলবার হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

এইচজেএস