নাজমুল হোসেন শান্ত ও সাহিবজাদা ফারহানের ৯৩ রানের দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত ভিত গড়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে এই দুজনের বিদায়ের পর আর কেউই দাঁড়াতেই পারেননি। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় কোনোরকমে দেড়শ ছুঁয়েছে শান্তর দল।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন ফারহান।

আসরের শুরু থেকেই অফ ফর্মে আছেন তানজিদ তামিম। ব্যর্থতার সেই বৃত্ত ভাঙতে পারছে না এই ওপেনার। রংপুরের বিপক্ষেও রানের দেখা পাননি। ৬ বলে ২ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন তামিম। 

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে রাজশাহীকে শক্ত ভিত গড়ে দেন শান্ত-ফারহান। ৩০ বলে ৪১ রান করে রানআউটে কাটা পড়েন অধিনায়ক। তাতে ভাঙে ৯৩ রানের জুটি।

শান্ত থিতু হয়ে ফিরলেও ফিফটি পেয়েছেন ফারহান। ৩৪ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৬ বলে ৬৫ রান করেছেন। 

শান্ত-ফারহান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। মুশফিক-ইয়াসির আলিদের ব্যর্থতায় শক্ত ভিতের পরও বড় সংগ্রহ পায়নি দল।

এইচজেএস