শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সিলেট টাইটান্সের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকা ইথান ব্রুকস। সেখানে শামীম হোসেনের ৮১ রানের ইনিংসের প্রশংসা করেছেন ব্রুকস।

তিনি বলেন, ‘না তেমন না (শেষ দিকে ভয় কাজ করে)। তবে যেখানে কৃতিত্ব দেওয়া জরুরি সেখানে তো কৃতিত্ব দিতেই হবে। দল হিসেবে পাওয়ারপ্লেতে আমরা অনেক ভালো বল করেছি। পাওয়ারপ্লেতে শুরুতে আমরা উইকেট নিয়েছি। একটা পর্যায়ে মনে হচ্ছিল অনেক সহজেই জিতে যাব। শেষ দিকে সে (শামীম) অনেক ভালো ইনিংস খেলেছে। বাউন্ডারি বের করেছে। আমাদের কাজ কঠিন করে দিয়েছে। তবে দিন শেষে জয় মানে জয়ই। ৩ ম্যাচে ২ জয়, দারুণ।’

ব্রুকস আরও বলেন, ‘(শামীম) অবিশ্বাস্য খেলেছে। ভালো বলেও ছক্কা মেরেছে। ৩৬০ ডিগ্রিজুড়ে খেলেছে। বোলারের কাজ কঠিন বানিয়ে দিয়েছে। সে অনেক ভালো খেলে দলকে জেতানোর খুব কাছে চলে গিয়েছিল। তবে আমাদের জয় হয়েছে দিনশেষে।’

গত ম্যাচের বিরতিতে কোচ মাহবুব আলি জাকির জানাজার সময় দাঁড়িয়ে সম্মান জানিয়ে আলোচনায় এসেছিলেন ব্রুকস। সেদিনের ঘটনার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আসলে একজন মানুষকে হারিয়ে ম্যাচ শুরু করা অবশ্যই ভালো নয়। আমার মনে হয়েছে, যদি আমার জায়গা থেকে কিছুটা সম্মান দেখানো যায়, আমি এটা দেখাতেই পারি। সম্মানের কারণেই আমি এমনটা করেছিলাম।’

এসএইচ/এইচজেএস