বিগ ব্যাশ লিগে (বিবিএল) চলমান আসরে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন শাহিন আফ্রিদি। তবে আসরের মাঝ পথে চোটে পড়েছেন এই পাকিস্তানি পেসার। তাই এবার তার বদলি নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

চোটে পড়া শাহিন শাহ আফ্রিদির বদলি হিসেবে জামান খানকে স্কোয়াডে যোগ করেছে ব্রিসবেন। একাদশেও সুযোগ মিলতে পারে তার। কারণ আফ্রিদি একাদশে নিয়মিত ছিলেন। তার বিকল্প হিসেবে আরেক পাকিস্তানির ওপর ভরসা রাখছে দল।

বিবিএলে খেলার জন্য ইতোমধ্যেই জামানকে ছাড়পত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি সংস্করণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্রিসবেন হিটের হয়ে মাঠে নামতে পারবেন তিনি। আগামী শনিবার গ্যাবায় সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচেই জামান খানের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

এর আগেও বিগব্যাশে খেলেছেন জামান। সর্বশেষ সিডনি থান্ডারের হয়ে খেলেছিলেন তিনি।সেবার চার ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন জামান। পাকিস্তান সুপার লিগে তিনি খেলেন লাহোর কালান্দার্সের হয়ে। এর বাইরে পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ লিগ ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এইচজেএস