কোহলি ও খাজার অবসরে এত মিল!
ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ওয়ানডের দরজাটা খোলা রেখেছেন। পর্যায়ক্রমে তুলে রেখেছেন টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটের জার্সি। এদিকে, সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজা। যেখানে কোহলি ও খাজার অবসরে কিছু মিল খুঁজে পাওয়া গেছে।
সিডনি টেস্ট দিয়ে শেষ হয়েছে এবারের ঐতিহ্যবাহী অ্যাশেজ। যেখানে ৪-১ ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৫ বছর আগে সিডনিতে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অভিষেক হয়েছিল খাজার। একই ভেন্যুতেই তিনি শেষ টেস্ট ম্যাচটিও খেললেন। ২০২৬ সালের জানুয়ারিতে অজি এই তারকা ব্যাটার বিদায়ী টেস্ট খেললেন। ঠিক এক বছর আগে একই ভেন্যু ও জানুয়ারিতে টেস্টে শেষ ম্যাচ খেলেন কোহলি।
বিজ্ঞাপন
২০২৫ সালের ৫ জানুয়ারি তৃতীয় দিনে শেষ হয়েছিল অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। স্বাগতিক প্যাট কামিন্সদের কাছে ৬ উইকেটে হারের ম্যাচটি দিয়ে লাল বলের পোশাক তুলে রাখেন কোহলি। ওই ম্যাচে সাবেক এই ভারতীয় অধিনায়ক দুই ইনিংসে ১৭ ও ৬ রানে আউট হন। কাকতালীয়ভাবে উসমান খাজাও বিদায়ী টেস্টে ১৭ ও ৬ রানে আউট হন। তবে এখানে জিতেছে তার দল। এ ছাড়া অবসরের আগে খাজা এবং কোহলির টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। দুজনেই টেস্টকে বিদায় বলেছেন প্রায় চাপের মুখে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্যারিয়ারে খাজা ৮৮টি টেস্ট খেলেছেন। ৪২.৯৫ গড়ে রান করেছেন ৬২২৯ রান। লাল বলের ফরম্যাটে খাজা একটি ডাবল, ১৬ সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি করেছেন। বিপরীতে ১২৩টি টেস্ট খেলেছেন ভারতীয় তারকা কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে তিনি ৯২৩০ রান করেছেন। টেস্টে কোহলির ৩০ সেঞ্চুরি, ৭টি ডাবল ও ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে।
অবশ্য খাজা কেবল টেস্টে অস্ট্রেলিয়ার নিয়মিত সদস্য হলেও, কোহলি ভারতের জার্সি গায়ে জড়িয়েছেন তিনটি ফরম্যাটেই। বর্তমানে তার সামনে কেবল ওয়ানডে ফরম্যাটের দরজা খোলা আছে। কোহলির পাশাপাশি ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মাও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে অবসর নেওয়ার ভাবনায় আছেন। এখন পর্যন্ত ৩০৮ ওয়ানডেতে ৭৩ সেঞ্চুরি, ৭৬ হাফসেঞ্চুরি ও ৫৮.৪৬ গড়ে ১৪৫৫৭ রান করেছেন কোহলি। এ ছাড়া ১২৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৮.৬৯ গড় এবং ১৩৭ স্ট্রাইকরেটে ৪১৮৮ রান করেছেন।
এএইচএস