ভাইরাল হওয়া সেই ভিডিওতে দুই লঙ্কান ক্রিকেটার/টুইটার

ইংল্যান্ডে শ্রীলঙ্কা ক্রিকেট দলের সময়টা ভালো কাটছে না আদৌ। তিন টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের কবলে পড়েছে, এবার ক্রিকেটাররাই তাদের ফেলে দিয়েছেন আরও বিপদে। 

ইংল্যান্ডে জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন শ্রীলঙ্কান সহ-অধিনায়ক কুশল মেন্ডিস, উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলা এবং উদ্বোধনী ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকা। সে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। পরিস্থিতি সামাল দিতে তিনজনকেই দেশে পাটিয়ে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সঙ্গে সাময়িক বরখাস্তও করা হয়েছে এই তিনজনকে।

তিন জনের বিরুদ্ধে অভিযোগ, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালেই ভেঙেছেন জৈব সুরক্ষা বলয়, এরপর ঘুরে বেড়িয়েছেন ডারহামের রাস্তায় রাস্তায়। অথচ সে দিনই ইংল্যান্ডের কাছে ৮৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল দল। এরপর রোববার রাতে ঘটে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শী একজন বিষয়টি দেখে ভিডিও করেছেন, পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেই আলোচনার বিষয়ে পরিণত হয়।  অন্য এক ভিডিওতে দেখা গেছে, ডিকওয়েলা আর মেন্ডিস মিলে চেষ্টা চালাচ্ছিলেন ধূমপানেরও।

ভিডিওতে ছিলেন না বটে, কিন্তু সেখানে দানুষ্কা গুনাথিলাকাও ছিলেন বলে জানা গিয়েছে। সেখানে মাস্ক পরেননি তারা, মানেননি সামাজিক দূরত্বও। তাদের এমন অবিমৃষ্যকারিতায় লঙ্কান ক্রিকেট বোর্ডও পড়েছে সমর্থকদের তোপের মুখে।

এই কাজের ফলে এই তিনজনকে জাতীয় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে,  জানিয়েছেন ক্রিকেট এসএলসির কর্তা মোহান ডি সিলভা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কার্যনির্বাহী কমিটি জৈব সুরক্ষা বলয় ভাঙার জন্য কুশাল মেন্ডিস, দানুষ্কা গুনাথিলাকা এবং নিরোশান ডিকওয়েলাকে সাময়িক বরখাস্ত করেছে। দ্রুততম সময়ের ভেতরে তাদের শ্রীলঙ্কায় ফেরানো হবে।’

এনইউ