পিছিয়ে গেল বাকী-সীমান্তদের আরেকটি গেমস
বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক পদক আসার মধ্যে অন্যতম গেমস ইসলামিক সলিডারিটি। চলতি বছর আগস্টে তুরস্কের কেনিয়ন প্রদেশে এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জন্য এই বছর আর গেমস হচ্ছে না।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন ( আইএসএসএফ) কয়েকদিন আগে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ( অব) ফখরুদ্দিন হায়দার বলেন, ‘আমরা গেমসে অংশগ্রহণের জন্য কয়েকটি ডিসিপ্লিনে এন্ট্রি সম্পন্ন করেছিলাম। অ্যাথলেট ও সংশ্লিষ্ট ফেডারেশন প্রস্তুতিও নিয়েছিল। করোনা পরিস্থিতির জন্য আয়োজকরা গেমস পিছিয়ে নিয়েছে।’
বিজ্ঞাপন
গেমসের ভেন্যু তুরস্কেই থাকছে। আগামী বছর ৯-১৮ আগস্ট অনুষ্ঠিত হবে এই গেমস। তুরস্কে করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ। এজন্য স্বাগতিকদের সঙ্গে আলোচনা করে আইএসএসএফ এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছর ২০-২৯ আগস্ট এই গেমস হওয়ার কথা ছিল।
২০১৭ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় সর্বশেষ ইসলামিক সলিডারিটি গেমসে আব্দুল্লাহ হেল বাকী ও আতকিয়া দিশা শুটিংয়ে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া অন্যান্য ইভেন্টেও বাংলাদেশ পদক পেয়েছিল।
বিজ্ঞাপন
এজেড/এটি