বিসিবির নানা বিভাগের কার্যক্রম নিয়ে সমালোচনা দেখা যায় নিয়মিতই। কিন্তু ক্রিকেট অপারেশন্স কমিটি নিয়ে আলোচনা খোদ বোর্ডের মধ্যেই। কয়েক দিন আগে প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ সুজন তো প্রকাশ্যেই কথা বলেছেন এই বিভাগের কার্যক্রম নিয়ে। যদিও তিনি নিজেই এই বিভাগের ভাইস চেয়ারম্যান। 

জাতীয় দলের বাইরে ‘এ’ দলের কার্যক্রমের দায়িত্বও থাকে ক্রিকেট অপারেশন্স কমিটির হাতে। এ দল বহুদিন ধরেই সক্রিয় না। ক্রিকেটাঙ্গনে এ নিয়েও সমালোচনা আছে। এই ইস্যুতে নিজের নীরবতা ভেঙেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। 

তিনি বলেন, ‘একটা তো আপনাদের ভুল ধারনা। এ টিমের কোনো কার্যক্রম নেই। করোনার কারণে তো কোনো কিছুরই কার্যক্রম নেই। শেষ সিরিজ যেটা হয়েছিল ২০১৯ এর অক্টোবরে। এরপর তো করোনার সমস্যা হয়েছে। এরপর তো অনূর্ধ্ব-১৯ বলেন, এইচপি বলেন, আমরা কিন্তু কিছুই করতে পারছি না। আমরা ৮-৯ বছর ২১টার মতো সিরিজ করেছি। ৮টা ঘরের মাঠে, ১৩টা দেশের বাইরে খেলেছি।’

কয়েকদিন আগেই ক্রিকেট অপারেশন্স কমিটি নিয়ে সমালোচনা করেছিলেন খালেদ মাহমুদ সুজন। এই বিষয়েও কথা বলেছেন আকরাম খান। তিনি বলছেন, গণমাধ্যমে এসে ‘ব্যক্তিগত ব্যাপার’ নিয়ে কথা বলা ক্রিকেটের জন্যই ক্ষতিকর।

তিনি বলেন, ‘কাউকে নেতিবাচক কিছু বলা, সমালোচনা করতে চাই না। আমাদের বোর্ডে যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলোর জন্য বোর্ড প্রধান আছেন। উনি আমাদের বৈঠকে কিন্তু কথা বলার যথেষ্ট সুযোগ দেন। সেখানে কিন্তু আমরা বলতে পারি। আপনি যদি মিডিয়াতে গিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলেন, এটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো না।’

এমএইচ