বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, শখের তোলা লাখ টাকা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের থেকে নেওয়া মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটটিও তেমন। সেই শখের ব্যাট ভেঙে ফেলেছে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহন।

সদ্য সমাপ্ত ডিপিএল এ জাতীয় দলের যে কয়জন আলো ছড়িয়েছেন, সাইফউদ্দিন তাদের মধ্যে অন্যতম-এটি বলা যেতেই পারে। বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতেও সুযোগ বুঝে ঝড় তুলেছেন এই অলরাউন্ডার। যে ব্যাট দিয়ে খেলে আবাহনীর চ্যাম্পিয়ন শিরোপা জয়ের পথে ভূমিকা রেখেছেন, সেই ব্যাটই ভেঙে গেল কুরিয়ার সার্ভিসের অবহেলায়। 

ডিপিএল শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে নিজ বাড়ি ফেনী এসেছিলেন সাইফউদ্দিন। প্রিয় সেই দুটো ব্যাট সামান্য রিপেয়ার (নিয়মিত টিউনিং ও ওজন কমানো) করার লক্ষ্যে ফেনী থেকে এস এ পরিবহনের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছেন তিনি। কিন্তু সেখানে ব্যাট গ্রহণের পর ব্যাট ভাঙা পাওয়া যায়। ফেনীতে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনে কথা বলার পর সেটির দায় নিতেও অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ।

রাজশাহীতে শাখা ব্যবস্থাপককে কল দিয়ে না পাওয়ায় পরবর্তীতে ফেনী শাখায় জানানো হয়। এনিয়ে সাইফউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ‘ভীষণ মন খারাপ ভাই, ব্যাট গুলো অনেক প্রিয় আমার, ওয়েস্টইন্ডিজ এর সাথে গত হোম সিরিজের সময় সাকিব ভাই থেকে ব্যাট দুটো নিয়েছিলাম, এস এ পরিবহনের মাধ্যমে পাঠালাম যেনো নিরাপদে পৌঁছায়।’ একটি ৪০ হাজার ও অন্যটি ৩৫ হাজার টাকায় কেনা ব্যাট গুলো জিম্বাবুয়ে সফরের জন্য টিউনিং ও ঠিকঠাক করার জন্যই রাজশাহী পাঠিয়েছিলেন, কিন্তু ঠিক করার বদলে ভাঙা ব্যাটই পেলেন!

কর্তৃপক্ষকে জানানোর পর তারা এটিকে ‘স্রেফ দুর্ঘটনা’ -বলেই এড়িয়ে যেতে চেয়েছে। এসএ পরিবহন ফেনী শাখার ম্যানেজার আতিকুর রহমান বলেন, ‘এটি দুর্ঘটনা বশত ঘটেছে, আমারদের পুরো গাড়িটি রাজশাহী যাবার পথে দুর্ঘটনায় কবলিত হয়েছে, এখানে আমাদের কি করার থাকতে পারে, তারপরও সাইফউদ্দিন সাহেব লিখিত ভাবে জানালে কর্তৃপক্ষের কাছে আমরা সেটি পাঠাতে পারবো, ক্ষতিপূরণ দেয়ার ব্যক্তিগত এখতিয়ার আমার নেই।’

এসএ পরিবহনের এমন দায়িত্বহীনতা ও গড়িমসিতে ক্ষোভ ঝরে পড়ে সাইফউদ্দিনের কণ্ঠে, ‘তাদের পরিবহনে থাকা অবস্থায় ব্যাটের ক্ষতি হয়েছে, সুতরাং এর ক্ষতিপূরণ তাদেরই দেওয়া উচিত, উল্টো তারা নানা অজুহাত দেখাচ্ছে, তাদেরকে চিঠি দিয়ে জানাতে বলছে, আরও নানা কথা, একেতো লকডাউন চলছে, জিম্বাবুয়ে সফরের অল্প কদিন বাকি, এর মধ্যে কিভাবে কি করবো বুঝে উঠছি না, একটি পেশাদার পণ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে তাদের নিজ থেকেই এটির সমাধানের উদ্যোগ নেওয়া উচিত।’

ব্যাট ভাঙ্গার কারণ সম্পর্কে কোন সদুত্তর তিনি দেননি। আর দুর্ঘটনার দোহাই দিয়ে এটির দায়ও নিতে রাজি নয় তারা। এসব নিয়ে মন খারাপ তার। শুধু ব্যাট নয়, মনও ভেঙেছে সাইফউদ্দিনের। তবে হাতে সময়ও বেশি নেই। সব ঠিক থাকলে ৯ জুলাই ওয়ানডে ও টি টোয়েন্টি দলের সঙ্গে যোগ দিতে জিম্বাবুয়ের পথে ঢাকা ছাড়বেন তিনি।

এটি/এমএইচ