ঘাসের কোর্টে এবার কিছুতেই নিজেদের সামলে রাখতে পারছেন না তারকারা। পা পিছলে তো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের বিদায়ের দিনেই চোট পেয়েছিলেন নোভাক জোকোভিচ। সেই ধাক্কা সামলে জয় তুলে নেন নোভাক জোকোভিচ। দ্বিতীয় রাউন্ডেও উইম্বলডনের সেন্টার কোর্টে বার বার পিছলে পড়লেও অবশ্য চোট পাননি ‘জোকার।’ হাসিমুখে মাঠ ছাড়েন তিনি। 

দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে অনায়াসেই হারালেন জোকোভিচ। বুধবার সরাসরি ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে প্রতিপক্ষকে উড়িয়ে দেন এই সার্বিয়ান কিংবদন্তি। পা রাখেন টেনিসের আনঅফিসিয়াল বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে। 

এই অ্যান্ডারসনকেই ২০১৮ সালের উইম্বলডনের ফাইনালে হারান জোকোভিচ। এবার একটু আগেই তাকে পেয়ে অনায়াসে হারালেন তিনি। এই জয়ে ২০তম গ্রান্ড স্ল্যাম জয়ের পথে আরেকটু পথ এগিয়ে গেলেন সার্বিয়ান তারকা। এবার চ্যাম্পিয়ন হলে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলবেন তিনি। কিন্তু তার আগে ভক্তরা বেশ চিন্তিত তাকে নিয়ে। যেভাবে কোর্টে পা পিছলে পড়ছেন না জানি আবার সেরেনা উইলিয়ামসের মতো চোখের জলে বিদায় না নিতে হয়!

এটি/এমএইচ