ঠিক সময়ে হবে তো বিসিবির নির্বাচন?
করোনাভাইরাস ঊর্ধ্বগতির কারণে বিপর্যস্ত গোটা দেশ। প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ কমাতে এবার বেশ কঠোর পথে হেঁটেছে বাংলাদেশ সরকার। ১ জুলাই থেকে আগামী সাত ৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে আভাস মিলেছে। লকডাউন শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, চলতি মাসের ৭ জুলাই হবে বোর্ডের এজিএম। সেখানেই চূড়ান্ত হবে আসন্ন নির্বাচনের তারিখ।
চলতি বছরের সেপ্টেম্বরে বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন দিতে হবে। সে হিসেবে জানা যায়, আগামী অক্টোবর অথবা নভেম্বরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও চলমান লকডাউনের কারণে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বিসিবির নির্বাচন আগামী অক্টোবর অথবা নভেম্বরে হওয়ার কথা থাকলেও গত ১৫ জুন বোর্ডের সাধারণ সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী ৭ জুলাই বিসিবির এজিএম হবে। তবে করোনাভাইরাসের প্রকোপ আর চলমান লকডাউনের কারণে পূর্ব নির্ধারিত সময়ে এজিএম হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
৭ জুলাইয়ের এজিএমেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা ছিল। যেহেতু এজিএম পিছিয়ে যাচ্ছে, সেহেতু নির্বাচন যথাসময়ে হওয়া নিয়েও শঙ্কা বাড়ছে। জালাল ইউনুস জানিয়েছেন, নির্বাচন পিছিয়ে যাবে কিনা সেটি এখনই বলা মুশকিল। যদি মাস খানেকের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, দেশ স্বাভাবিক গতি ফিরে পায়, তবে নতুন করে এজিএমের নতুন করে তারিখ জানানো হবে। এরপরই ঠিক হবে নির্বাচনের ভাগ্য।
বিজ্ঞাপন
টিআইএস/এটি